shono
Advertisement

Breaking News

শেষ শাকিবদের জারিজুরি, প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানে হারাল ভারত

গোটা টেস্টে দুর্দান্ত বোলিং কুলদীপ যাদবের।
Posted: 10:15 AM Dec 18, 2022Updated: 10:21 AM Dec 18, 2022

ভারত: ৪০৪/১০, ২৫৮/২ ডিক্লেয়ার (গিল-১১০, পূজারা-১০২*)
বাংলাদেশ: ১৫০/১০, ৩২৪/১০ (জাকির হাসান ১০০, শাকিব ৮৪, অক্ষর প্যাটেল ৪-৭৭, কুলদীপ ৩-৭৩)
ভারত ১৮৮ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের জন্য দরকার ছিল ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশ যেভাবে লড়াই শুরু করেছিল, তাতে অনেকের ধারণা ছিল বাংলা টাইগারদের শেষ চার উইকেট তুলতে হয়তো টেস্টের শেষদিন বেগ পেতে হবে ভারতকে (Team India)। কিন্তু তেমন কিছুই হল না। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন অনায়াসেই বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেলের দাপটে টিকতে পারল না বাংলাদেশ। ফলে ভারত প্রথম টেস্ট জিতল ১৮৮ রানের বিশাল ব্যবধানে।

Advertisement

হাতে ছিল চার উইকেট। আর মাত্র চার উইকেট নিয়ে যে গোটা দিন ব্যাট করে ম্যাচ ড্র করা যাবে না, সেটা ভালমতোই জানতেন শাকিবরা। তাই এদিন সকাল থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন বাংলাদেশ অধিনায়ক। লক্ষ্য ছিল কোনওভাবে যদি বাকি ২৪০ রান তুলে অসাধ্যসাধন করা যায়। কিন্তু সেই অসাধ্যসাধনের পথে বাংলাদেশ প্রথম ধাক্কাটা খায় দিনের একেবারে শুরুতেই। দুর্দান্ত ফর্মে থাকা মেহেদি হাসান মিরাজ এদিন মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মহম্মদ সিরাজের শিকার হন তিনি।

[আরও পড়ুন: অরুণাচলে চিনা আগ্রাসন নিয়ে কটাক্ষ, রাহুল গান্ধীকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি বিজেপির]

মেহেদির উইকেটের পর শাকিব (Shakib al Hasan) চলে যান টি-টোয়েন্টির মেজাজে। নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজদের সোজা মাঠের বাইরে ফেলা শুরু করে দেন। ঠিক যখন বাংলাদেশ অধিনায়ককে বিপজ্জনক মনে হচ্ছিল, তখনই তাঁর উইকেটটি তুলে নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। শাকিব আউট হন ৮৪ রানে। বাংলাদেশের শেষ দুটি উইকেট তুলতে আর তেমন বেগ পেতে হয়নি ভারতকে। টাইগারদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২৪ রানে। ভারত জিতে যায় ১৮৮ রানে। তবে হারলেও জাকির হাসান (১০০), শান্ত (৬৭) এবং শাকিব (৮৪) যে লড়াইটা লড়লেন, সেটা মনে রাখার মতো।

[আরও পড়ুন: আমেরিকার একাধিক শহরে বিনামূল্যে গণপরিবহণ! ‘খয়রাতি’ নিয়ে বিজেপিকে তোপ কেজরির]

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে চার উইকেট নেন অক্ষর প্যাটেল। তিনটি উইকেট তোলেন কুলদীপ যাদব। একটি করে উইকেট পান অশ্বিন, উমেশ (Umesh Yadav) এবং সিরাজ। এই নিয়ে চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট পেলেন কুলদীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement