ভারত: ৪০৪/১০, ২৫৮/২ ডিক্লেয়ার (গিল-১১০, পূজারা-১০২*)
বাংলাদেশ: ১৫০/১০, ২৭২/৬ (জাকির হাসান ১০০, শান্ত ৬৭)
চতুর্থ দিনের শেষে ২৪০ রানে এগিয়ে ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যয়, প্রতিরোধ, দৃঢ়তা। দিনের শুরুতে সবকটিই দেখিয়েছিল বাংলাদেশ। তখনও ব্যাট করছিলেন গতকালের দুই অপরাজিত ওপেনার জাকির হাসান এবং নাজমূল হক শান্ত। ওপেনারদের সেই জুটি ভাঙতে বেশ ভালমতোই বেগ পেতে হচ্ছিল ভারতীয় বোলারদের। ঘরের মাঠে বাংলাদেশ কোনও অসাধ্যসাধন করে ফেলতে পারে এই আশঙ্কাও দানা বাঁধছিল ভারতীয় (Indian Cricket Team) সমর্থকদের মধ্যে। তবে ওপেনিং জুটি ভাঙতেই বাংলা টাইগারদের নড়বড়ে ব্যাটিং লাইন-আপের জীর্ণ রূপ প্রকাশ্যে চলে এল।
ভারতের আশা ছিল তৃতীয় দিন শেষবেলায় উইকেট না তোলা গেলেও, চতুর্থ দিনের শুরুতে উইকেট আঘাত হানা যাবে শান্তদের ডিফেন্সে। কিন্তু এদিন দুই বাংলাদেশি ওপেনার ভারতের সেই আশায় জল ঢেলে দেন। আগের দিনের বিনা উইকেটে ৪২ রানের পর থেকে খেলতে নেমে এদিন লাঞ্চের আগে একটি উইকেটও খোয়ায়নি বাংলা টাইগাররা। বাংলাদেশের প্রথম উইকেট পড়ল ১২৪ রানে। ব্যক্তিগত ৬৭ রানে শান্তকে ফেরান উমেশ যাদব (Umesh Yadav)। শান্ত আউট হলেও তাঁর ওপেনিং সঙ্গী জাকির (Jakir Hasan) একদিকে মাটি কামড়ে পড়ে ছিলেন। ২২৪ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
[আরও পড়ুন: ‘পাঠান’ বিতর্কের মাঝেই গেরুয়া সুইমস্যুটে স্মৃতির ভিডিও পোস্ট তৃণমূল নেতার, তুঙ্গে TMC-BJP তরজা]
জাকিরের উইকেটের পরই ধীরে ধীরে ছন্দে ফেরে ভারত। দুই ওপেনার ছাড়া আর কোনও ব্যাটার বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ইয়াসির আলি (৫), লিটন দাস (১৯) এবং মুশফিকুর (২৩) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। দাঁড়াতে পারেননি উইকেট রক্ষক নুরুল হাসানও। দিনের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২৭২ রান। এখনও ভারতের থেকে ২৪০ রানে পিছিয়ে টাইগাররা। তবে বাংলাদেশের জন্য আশার কথা ৪০ রান করে এখনও ক্রিজে রয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা মেহেদি হাসান মিরাজ।
[আরও পড়ুন: জামিয়া মসজিদ চত্বরে পাশাপাশি বসতে পারবে না নারী-পুরুষ, জারি হল নিষেধাজ্ঞা]
শেষদিন ম্যাচ জিততে ভারতের প্রয়োজন মাত্র ৪টি উইকেট। অন্যদিকে বাংলা টাইগাররা শাকিব এবং মিরাজের ব্যাটে অসাধ্যসাধনের আশায় বুক বাঁধবেন। তবে, এই ম্যাচে সেই অসাধ্যসাধন করতে হলে অতীতের সব রেকর্ড ভাঙতে হবে তাঁদের।