সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ছন্দে মহম্মদ সিরাজ। সেই সৌজন্যেই এবার বাকিদের পিছনে ফেলে আইসিসির ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন ভারতীয় পেসার। তাঁর এই পারফরম্যান্স ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরকে অক্সিজেন জোগাবে বইকী।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে পাঁচটি উইকেট তুলে নেন সিরাজ। যদিও তিন ম্যাচের মধ্যে দু’টি ম্যাচই খেলেছেন তিনি। শেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এর আগে আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ন’টি উইকেট ঝুলিতে ভরে সর্বোচ্চ উইকেটপ্রাপক হয়ে গিয়েছিলেন সিরাজ। ২০ ম্যাচে ৩৭ উইকেটের মালিক তিনি। পরপর ভাল পারফরম্যান্সের সৌজন্যেই র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এলেন ২৮ বছরের তারকা পেসার। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং অজি পেসার জোস হ্যাজেলউডকে টপকে গিয়ে প্রথমবার শীর্ষে ভারতের সিরাজ (Mohammad Siraj)।
[আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক বাবর, জায়গা পেলেন ২ ভারতীয়]
গত বছরই সিরাজের বোলিংয়ের কিছু গলদ শুধরে দিয়েছিলেন ভারতের (Team India) বোলিং কোচ পরশ মামব্রে। সেসব ভুল শুধরে নিয়েই বিপক্ষ ব্যাটারদের ত্রাস হয়ে ওঠেন সিরিজ। তাঁর পয়েন্ট ৭২৯। সিরাজের দুরন্ত ফর্মের প্রশংসা শোনা গিয়েছিল অধিনায়ক রোহিত শর্মার গলাতেও। তিনি বলেন, “সিরাজ খুব ভাল বোঝে দল ওর থেকে কী প্রত্যাশা করে। নতুন বল সুইং করিয়ে শুরুতেই উইকেট নিতে পারে। এমনকী মিডল ওভারেও নজরকাড়া ওর পারফরম্যান্স। যতদিন যাবে, ও আরও উন্নতি করবে।”
সিরাজের পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছেন আরেক ভারতীয় পেসার মহম্মদ শামিও। সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ১১ ধাপ উঠে ওয়ানডে বোলারদের তালিকায় ৩২ নম্বর স্থান দখল করেছেন তিনি। এদিকে ক্রমতালিকার প্রথম দশ ব্যাটারের মধ্যে রয়েছেন তিন ভারতীয়। কিউয়িদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলিকে টপকে ছ’নম্বরে উঠে এসেছেন তিনি। সাতে কোহলি এবং ন’নম্বরে রোহিত শর্মা। নিউজিল্যান্ডকে চুনকাম করে ইতিমধ্যেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে চলে এসেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে নজর কাড়লেন দলের ব্যাটার ও বোলাররাও।