shono
Advertisement

সুনীলের হ্যাটট্রিকে জমজমাট ইন্টার কন্টিনেন্টাল কাপ, ৫-০ গোলে জয়ী ভারত

আট বছর পর দেশের জার্সি গায়ে হ্যাটট্রিক করলেন ভারত অধিনায়ক৷ The post সুনীলের হ্যাটট্রিকে জমজমাট ইন্টার কন্টিনেন্টাল কাপ, ৫-০ গোলে জয়ী ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:42 PM Jun 01, 2018Updated: 10:04 PM Jun 01, 2018

ভারত: ৫ (সুনীল-৩, উদান্ত, প্রণয়)

Advertisement

চিনা তাইপেই: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এলাম, দেখলাম, জয় করলাম৷’ শুক্রবার ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্সকে এক বাক্যে এভাবেই ব্যাখ্যা করা যায়৷

এই বুঝি হ্যাটট্রিকটা করে ফেললেন সুনীল ছেত্রী৷ এই বুঝি ফের ব্যবধান বাড়াল ভারত৷ এশিয়ান কাপের প্রস্তুতি মঞ্চে বিপক্ষকে এমন চাপে রাখতে পারাটাই শুক্রবার সবচেয়ে বড় প্রাপ্তি স্টিফেন কনস্ট্যানটাইনের৷ আর শুধু আশা দেখিয়ে ছেড়ে দিলেন না সুনীল, আট বছর পর দেশের জার্সি গায়ে সত্যি সত্যিই হ্যাটট্রিক করলেন৷ চিনা তাইপেইকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপের শুরুটা জমিয়ে দিল ভারত৷

[জল্পনার অবসান, বিশ্বকাপে ইজিপ্টের জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচেই ফিরছেন সালাহ]

রাশিয়ায় ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর সপ্তাহ দুয়েক৷ কিন্তু ফুটবল জ্বরে যে এখনই ভুগতে শুরু করে দিয়েছে ভারতবাসী, তা এদিনের গ্যালারির উচ্ছ্বাসই স্পষ্ট করে দিল৷ মাঠজুড়ে এক্কেবারে আন্তর্জাতিক ম্যাচের আমেজ৷ গ্যালারিতে একসঙ্গে গান করছেন দর্শকরা৷ সুনীল ছেত্রীদের সমর্থনে সারাক্ষণ গলা ফাটিয়ে চলেছেন ফুটবলপ্রেমীরা৷ আর এমনিতেই মুম্বই ফুটবল এরিনা ভারতের কাছে পয়মন্ত মাঠ৷ এখানে এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি জাতীয় দল৷ এমন পরিবেশে ঘরের মাঠের সমস্ত অ্যাডভান্টেজ তুললেন কনস্ট্যানস্টাইনের ছেলেরা৷ শুরু থেকেই চিনা তাইপেইয়ের ডেরায় আক্রমণ শানায় দল৷ বিপক্ষের বক্সের ভিতর চলে লাগাতার আক্রমণ৷ আর সে আক্রমণ বেশিক্ষণ সামলাতে পারেননি ডিফেন্ডাররা৷ জেজের থ্রু থেকে গোল করে ১৪ মিনিটেই দলকে এগিয়ে থাকেন অধিনায়ক৷ তারপর একের পর পর ভারতীয় বোমা তছনছ করে দিল প্রতিপক্ষকে৷ সুনীলের দ্বিতীয় গোলটির নেপথ্যেও ছিলেন সেই ভারতীয় স্ট্রাইকার জেজে৷ আর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে নজির গড়লেন ভারত অধিনায়ক৷ আরও একবার জানান দিলেন, স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি৷ বুঝিয়ে দিলেন, আগামী বছর এশিয়ান কাপে লড়াইয়ের জন্য কতটা তৈরি তিনি ও তাঁর দল৷ একেই যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে, তা বলাই বাহুল্য৷

[আইপিএল বেটিংয়ে নাম জড়াল আরবাজের, অভিনেতাকে সমন পাঠাল পুলিশ]

তবে সুনীলের পাশাপাশি এদিন নজর কাড়লেন দুই তরুণ তুর্কিও৷ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে প্রথম গোল উদান্ত সিং এবং প্রণয় রায়ের৷ ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকখানি পিছিয়ে থাকা চিনা তাইপেইকে পালটা আক্রমণের জায়গাই দিল না ভারত৷ পরের ম্যাচে সুনীলদের প্রতিপক্ষ কেনিয়া৷ তার আগে এমন জয় দলের আত্মবিশ্বাস যে দ্বিগুণ করে দিল, তা বলার অপেক্ষা রাখে না৷

The post সুনীলের হ্যাটট্রিকে জমজমাট ইন্টার কন্টিনেন্টাল কাপ, ৫-০ গোলে জয়ী ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার