shono
Advertisement

IPL 2024: হার্দিক জমানার ইতি, গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমান গিল

শুভমনের হাতেই গুজরাটের ব্যাটন।
Posted: 01:13 PM Nov 27, 2023Updated: 01:45 PM Nov 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সি গায়ে চাপিয়ে নেওয়া সময়ের অপেক্ষা। এবং সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএল-এ (IPL 2024) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম (Shubman Gili) ঘোষণা করে দেওয়া হল। 

Advertisement

আইপিএল (IPL) জয়ী এই দলে তারকার ছড়াছড়ি। কেন উইলিয়ামসন (Kane Williamson), রশিদ খানের (Rashid Khan) মতো তারকারা রয়েছেন। দুই বিদেশি নিজেদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে এই মুহূর্তে শুভমান গিল অধিনায়ক হিসেবে এই মুহূর্তে সেরা বিকল্প। তাই তাঁর হাতেই দলের ব্যাটন তুলে দেওয়া হল। 

[আরও পড়ুন: বিশ্বকাপের হার ভুলে হাসলেও, বিরাটের চোখে কালশিটে! নাকে ব্যান্ডেড! কিন্তু কেন?]

 

গুজরাটের ডিরেক্টর অফ ক্রিকেট ব্রিক্রম সোলাঙ্কি বলেন, “শুভমানের মধ্যে আলাদা করে নেতৃত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে। ও নিজে থেকে দায়িত্ব নিতে পারে। ও শুধু ব্যাটিং নয়, অধিনায়ক হিসেবেও দারুণ কাজ করবে। গত দুই মরশুম ধরে শুভমান দারুণ কাজ করছে। ২০২২ সাল বছর থেকেই দায়িত্ব নিয়ে খেলছে। প্রতিটা ম্যাচেই পেশাদারিত্ব দেখিয়েছে। তাই ওর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হল।”  

ক্রিকেট পণ্ডিতদের মতে, গুজরাট এমন একজনকে চাইছিল যিনি খেলোয়াড় হিসেবে তরুণ এবং বড় মঞ্চে পারফর্মার। সেদিক থেকে শুভমান সবার চেয়ে এগিয়ে। কলকাতা নাইট রাইডার্স থেকে গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পঞ্জাব তনয়। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে তাঁকে অধিনায়কত্ব করা হল। তবে অধিনায়কত্বের চাপে যাতে তার ফর্ম না হারায় সেটা নিয়েও নাকি শুভমানের সঙ্গে কথা বলেছেন দলের কোচ আশিস নেহরা।

 

নতুন ইনিংস শুরু করা নিয়ে শুভমান বলেন, “আমি খুবই উচ্ছ্বস্বিত। এবং গর্বিত। গুজরাটের মতো দলের অধিনায়কত্ব করা অনেক বড় পাওনা। এবং আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”

কিন্তু প্রশ্ন হল অনভিজ্ঞ অধিনায়ক শুভমান কি আইপিএল-এর মতো বড় মঞ্চে গুজরাটের ব্যাটন সামলাতে পারবেন? ইতিমধ্যেই আলচনা শুরু হয়ে গিয়েছে। যদিও ক্রিকেট পন্ডিতদের দাবি কেন উইলিয়ামসন, রশিদ খান, ঋদ্ধিমান সাহাদের মতো অভিজ্ঞদের উপস্থিতিতে গুজরাটকে এগিয়ে নিয়ে যেতে শুভমানের সমস্যা হবে না। বাকিটা সময় বলবে।

[আরও পড়ুন: কোন ছকে বিপক্ষের বোলিংকে তছনছ করছেন যশস্বী? জানিয়ে দিলেন অকুতভয় ওপেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement