shono
Advertisement

সেয়ানে-সেয়ানে টক্কর শেষে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান ও চেন্নাইয়িন

এদিন চেন্নাইয়িনের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে নামেন হাবাস।
Posted: 09:32 PM Dec 29, 2020Updated: 10:11 PM Dec 29, 2020

চেন্নাইয়িন এফসি: ০
এটিকে মোহনবাগান: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে সেয়ানে-সেয়ানে টক্কর। এক-দুই নয়, গোটা ম্যাচে অজস্র গোলের সুযোগ তৈরি করল দুই দলই। এটিকে মোহনবাগান আর চেন্নাইয়িনকে দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘদিন গোলের খরার মধ্যে রয়েছে তাঁরা। গোলের খিদে চূড়ান্ত। তিনটে পয়েন্ট চাই-ই-চাই। কিন্তু নাছোড়বান্দা রক্ষণভাগও। ডিফেন্ডাররাও যেন পণ করেছেন, গোল হজম করবেন না। আর দুই পক্ষের এই নাছোড় মনোভাবেই শেষমেশ পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ল দুই দল। 

প্রত্যাশা আগেই ছিল যে চেন্নাইয়িনের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে নামবেন হাবাস। সেই মতোই রয় কৃষ্ণ, উইলিয়ামস আর মনবীরকে দিয়ে ফরোয়ার্ড লাইন সাজিয়েছিলেন। ফলে শুরু থেকেই আক্রমণ শানায় সবুজ-মেরুন ব্রিগেড (ATK Mohun Bagan)। তবে উলটোদিক থেকেও ধেয়ে আসে আক্রমণ। একদিকে রয় কৃষ্ণ আর অন্যদিকে জাকুবরা যদি গোলের সুযোগ হাতছাড়া না করতেন, তাহলে এদিন বেশ কয়েকটি ভাল গোল দেখার সুযোগ পেতেন দর্শকরা। তবে শুধু রক্ষণই নয়, এদিন দুর্দান্ত একটি গোল সেভ করে এটিকে মোহনবাগানকে হারের হাত থেকে বাঁচিয়ে দেন গোলকিপার অরিন্দম। দলের ত্রাতা হয়ে ওঠা অরিন্দমই এদিন ম্যাচ সেরার শিরোপা পান। তবে বাগান ভক্তদের আক্ষেপ, বছর শেষে একটা জয় উপহার পেলেন না।

[আরও পড়ুন: মেলবোর্নে মুরলীধরনকে টপকে নয়া বিশ্বরেকর্ড অশ্বিনের, বিরল নজির সিরাজেরও

মাত্র তিন দিনের ব্যবধানেই মাঠে নামতে হচ্ছে চেন্নাইয়িনকে। সেদিক থেকে অনেকটাই বিশ্রাম ও অনুশীলনের সুযোগ পেয়েছেন হাবাসের ছেলেরা। তাছাড়া চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন তাঁরা। তাছাড়া পয়েন্ট টেবিলেও এগিয়ে তাঁরাই। তাই এদিন ম্যাচ শুরুর আগে এটিকে মোহনবাগানকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু মাঠে চেন্নাইয়িনকে দেখে তেমনটা বোঝার উপায় ছিল না।  জয়ের খিদেই ভাল পারফরম্যান্সের রসদ তাঁদের। যদিও এক পয়েন্টেই সন্তষ্ট থাকতে হল দুই দলকেই। 

এই ম্যাচের পর সতেরো পয়েন্ট নিয়ে আপাতত লিগ শীর্ষে হাবাস বাহিনী। একটি ম্যাচ কম খেলে (৭) এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই। আর ৮ ম্যাচে ১০ পয়েন্ট আপাতত লিগ তালিকার সাত নম্বরে চেন্নাইয়িন। 

[আরও পড়ুন: সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন সৌরভ? কী বলছে ‘দাদা’র ঘনিষ্ঠ মহল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement