সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে জসপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বুমরাহকে ‘ছুটি’ দিয়ে দিল টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে ইন্দোরে যাননি তিনি। বুমরাহ বাড়ি ফিরে গিয়েছেন নিজের সদ্যোজাত সন্তানকে দেখতে। বুমরাহর বদলে দলে ঢুকলেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)।
গত ৪ সেপ্টেম্বর পুত্র সন্তানের বাবা হন বুমরাহ (Jasprit Bumrah)। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তারকা পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন। ইনস্টাগ্রামে সুখবর দেন ক্রিকেটার। নবজাতকের নাম রেখেছেন অঙ্গদ। সেসময় এশিয়া কাপ চলছিল। টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এলেও একদিন বাদেই শ্রীলঙ্কা ফিরে যেতে হয় বুমরাহকে। ছেলের সঙ্গে একেবারেই সময় কাটাতে পারেননি তিনি।
[আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারানোর পরে বিরল দৃশ্য মোহালিতে, রাতেও ব্যাটি অনুশীলন করছেন অশ্বিন]
এদিকে সামনেই বিশ্বকাপ। দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকতে হবে ক্রিকেটারদের। তাই চলতি সিরিজের মাঝপথেই বুমরাহকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। আসলে প্রথম ম্যাচে খেলানোর পর রবিবার বুমরাহকে এমনিতেও বিশ্রাম দেওয়া হত। খেলানো হত প্রসিদ্ধ কৃষ্ণকে। তাই দুটো দিনের বিরতি পেয়েছেন বুমরাহ। তৃতীয় ওয়ানডেতে তিনি দলে যোগ দেবেন। দ্বিতীয় ম্যাচে বুমরাহর পরিবর্তে মুকেশ কুমারকে দলে নেওয়া হলেও প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি।
[আরও পড়ুন: সোমবার হোম ম্যাচ ইস্টবেঙ্গলের, সমর্থকদের কথা চিন্তা করে পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠাল লাল-হলুদ]
ভারতের প্রথম একাদশে এদিন একটিই পরিবর্তন করা হয়েছে। বুমরাহর পরিবর্তে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। এদিনও সুযোগ পেলেন না ওয়াশিংটন সুন্দর। অর্থাৎ বিশ্বকাপে (ICC Cricket World Cup) প্রয়োজন পড়লেও অশ্বিনকেই আগে ডাকার কথা ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।