সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিয়েই দুরন্ত গতিতে ছুটছেন লিওনেল মেসি (Lionel Messi)। মাত্র চারটি ম্যাচ খেলেছেন। তার মধ্যেই পরপর দুই ম্যাচে জোড়া গোল করেছেন এলএমটেন। রবিবার তাঁর জোড়া গোলে ভর করেই ম্যাচ জেতে ইন্টার মায়ামি। অল্পের জন্য অবশ্য হ্যাটট্রিক হাতছাড়া হয় তাঁর। তবে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে প্রথম পেনাল্টি গোলে জড়িয়ে দেন মেসি।
রবিবার এফসি ডালাসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। নকআউট ম্যাচের প্রথমেই মেসির গোলে এগিয়ে যায় দল। ৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। তবে প্রথমার্ধেই দুই গোল দিয়ে ম্যাচ নিজেদের দখলে নিয়ে ফেলে ডালাস। হাফ টাইমের পরে ৩-১ ফলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। এহেন পরিস্থিতিতে আত্মঘাতী গোল করেন মেসিরই সতীর্থ রবার্ট টেলর।
[আরও পড়ুন: জামিনের পর আরও বড় স্বস্তি, এবার লোকসভার সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী]
তবে ৮০ মিনিটে আত্মঘাতী গোল করেন ডালাসের ফুটবলারও। একেবারে শেষ মুহূর্তে এসে চোখ ধাঁধানো ফ্রি-কিক আসে মেসির পা থেকে। বিপক্ষ ডিফেন্ডার থেকে গোলকিপার, সকলকে তাজ্জব করে গোলপোস্টের জালে আছড়ে পড়ে মেসির শট। নির্ধারিত সময়ে ৪-৪ ফলে শেষ হয় ম্যাচ। পেনাল্টি শুট আউটের সময়েও প্রথম শটে নিখুঁত গোল করেন মেসি। শেষ পর্যন্ত ৫-৩ ফলে টাইব্রেকারে ম্যাচ জেতে ইন্টার মায়ামি।
মেসি যোগ দেওয়ার আগে চলতি মরশুমে ইন্টার মায়ামি খেলেছিল ১৩টি ম্যাচ। তার মধ্যে ইন্টার মায়ামি জিতেছিল ২টি। ড্র করেছিল ৩টিতে। আর হারতে হয়েছিল ৮টি ম্যাচ। কিন্তু মেসি দলে আসার পরে টানা চার ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। অন্যদিকে, মাত্র চার ম্যাচ খেলেই চলতি মরশুমে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। প্রসঙ্গত, রবিবারের ম্যাচে খেলেছেন বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবাও।