সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi)-লুইস সুয়ারেজের (Luis Suarez) বন্ধুত্বের বন্ধন দৃঢ়। বার্সেলোনায় খেলার সময়ে মেসি ও সুয়ারেজের বন্ধুত্বের প্রতিফলন দেখা গিয়েছিল খেলার মাঠে। আর্জেন্টাইন ও উরুগুয়ান তারকা এখন ভিন্ন ক্লাবে খেলছেন। কিন্তু দু’ জনের বন্ধুত্ব এতটাই গভীর যে উরুগুয়ের একটি টেলিভিশন চ্যানেলে লিও মেসি সম্পর্কে লুইস সুয়ারেজকে বলতে শোনা গিয়েছে, ”আমরা একসঙ্গে অবসর নেওয়ার স্বপ্ন দেখি।”
প্যারিস সাঁ জাঁ ছেড়ে মেসি এখন ইন্টার মায়ামিতে। সেখানে বার্সেলোনার প্রাক্তন ফুটবলার সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবাও যোগ দিয়েছেন। জল্পনা ছড়িয়েছে, সুয়ারেজও নাকি আসতে পারেন ইন্টার মায়ামিতে। তবে তিনি শেষমেশ আসবেন কিনা, তা এখনও স্থির নয়।
[আরও পড়ুন: ক্রিকেটের ইতিহাসে নয়া রেকর্ড গিলের, বাবর আজমকে টপকে গেলেন ভারতীয় ওপেনার]
কারণ সুয়ারেজ এখন খেলছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। আর গোড়ার দিকে গ্রেমিওর সঙ্গে ইন্টার মায়ামির কথাবার্তা এগোলেও এখন দুই ক্লাবের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে। সুয়ারেজ ইন্টার মায়ামিতে শেষ পর্যন্ত সই করবেন কিনা, তা স্পষ্ট নয়।
উরুগুয়ের টিভি চ্যানেলকে সুয়ারেজ বলেছেন, ”আমরা যখন বার্সেলোনায় ছিলাম, তখনই অবসর নিয়ে পরিকল্পনা করেছিলাম। বার্সা ছেড়ে আমি অ্যাটলেটিকো মাদ্রিদে যাই। মেসি চলে যায় পিএসজিতে। তখনই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাব বলে স্থির করেছিলাম। কিন্তু সেই সময়ে তা সম্ভব হচ্ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মেসিকে সুখি বলেই মনে হচ্ছে। আশা করি একসময়ে আমরা যা পরিকল্পনা করেছিলাম, সেটা সম্ভব হবে।”