shono
Advertisement

মনোজের নেতৃত্বেই রনজি অভিযান শুরু করবে বাংলা, কেমন হল দল?

এবার রনজি চ্যাম্পিয়ন হবে বাংলা?
Posted: 09:22 PM Dec 29, 2023Updated: 11:19 AM Dec 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফির (Ranji Trophy 2023-24) প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল সিএবি (CAB)। নতুন বছরের শুরুতেই লাল বলের সর্বভারতীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে। গত মরসুমে ফাইনালে উঠেছিল বাংলা (Bengal)। যদিও ৩৩ বছরের ট্রফির অপেক্ষা মেটেনি। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুক্রবার, ২৯ ডিসেম্বর সিএবি প্রথম ডিভিশন লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির পরই রনজির দল বেছে নেন বঙ্গ ক্রিকেট সংস্থার নির্বাচকরা। স্কোয়াডে দুই নতুন মুখ শ্রেয়াংশ ঘোষ ও উইকেটকিপার-ব্যাটার সৌরভ পাল। দলকে নেতৃত্ব দেবেন বহু যুদ্ধের নায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)

Advertisement

মনোজ গত মরসুমে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল বাংলাকে তৃতীয়বার রনজি ট্রফির স্বাদ দেওয়া। রনজি ইতিহাসে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। একবার স্বাধীনতার আগে। আর এর পর ১৯৮৯-৯০ মরশুমে। তৃতীয় ট্রফির জন্য ৩৩ বছরের অপেক্ষা মেটার সুযোগ এসেছিল গত মরশুমে। মনোজ তিওয়ারির নেতৃত্বে ফাইনালে ওঠে বাংলা। ঘরের মাঠে আয়োজিত মেগা ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হারতে হয়েছিল বাংলাকে। তবে এবার ট্রফি জয়ের টার্গেট নিয়ে বাংলাকে নেতৃত্ব দেবেন মনোজ।

১৮ জনের বাংলা দল: মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সৌরভ পাল (উইকেটকিপার), শ্রেয়াংস ঘোষ, রনজ্যোৎ সিং খাইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশদীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সূর্য সিং জসওয়াল, সুমন দাস।

রনজি ট্রফিতে বাংলার সূচি

অন্ধ্রপ্রদেশ বনাম বাংলা, ০৫-০৮ জানুয়ারি, বিশাখাপত্তনম

উত্তরপ্রদেশ বনাম বাংলা, ১২-১৫ জানুয়ারি, কানপুর

বাংলা বনাম ছত্তিশগঢ়, ১৯-২২ জানুয়ারি, কলকাতা

অসম বনাম বাংলা, ২৬-২৯ জানুয়ারি, গুয়াহাটি

বাংলা বনাম মুম্বই, ০২-০৫ ফেব্রুয়ারি, কলকাতা

কেরল বনাম বাংলা, ০৯-১২ ফেব্রুয়ারি, থুম্বা

বাংলা বনাম বিহার, ১৬-১৯ ফেব্রুয়ারি, কলকাতা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement