সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন বার কলকাতা লিগ জিতল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। যে দিন সাদা-কালো শিবির কলকাতা সেরা হল, সেদিন আবার ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসেরও (Dipendu Biswas) জন্মদিন। এর থেকে ভালো উপহার আর কী হতে পারে? হতে পারে না। হয়ও না।
মহামেডানের প্রাক্তন ফুটবলার দীপেন্দু জানাচ্ছেন, মোহনবাগানকে হারানোর পরে ড্রেসিং রুমে জন্মদিন উদযাপন করেছেন তিনি। ফুটবলাররা কেক কেটেছেন। জন্মদিনেই দীপেন্দুর আশা আই লিগ জিতে আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং। অর্থাৎ কলকাতা লিগ জয়ের দিনেই নতুন প্রতিজ্ঞা করছেন তিনি। দীপেন্দু বলছিলেন, ”আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলাই আমাদের স্বপ্ন। আশা রাখব সেই স্বপ্নপূরণ হবে।”
[আরও পড়ুন: ‘আমাকে গ্রেপ্তার করা হয়নি!’ দাবি করলেন বাবরদের সুপার ফ্যান ‘বসির চাচা’]
কলকাতা লিগে মহামেডান সমর্থকরা দ্বাদশ ব্যক্তি হিসেবে কাজ করেছেন। প্রতিটি ম্যাচে সমর্থকরা মাঠ ভরিয়েছেন। ফুটবলারদের উদ্বুদ্ধ করে গিয়েছেন সমর্থকরা। সেই সমর্থনের কথা আলাদা ভাবে উল্লেখ করেছেন দীপেন্দু।
ক্লাবের অন্যতম কর্তা কামারুদ্দিন অবশ্য লিগ জয়ের দিন উষ্মাপ্রকাশ করলেন কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ দেওয়া নিয়ে। তিনি বলেন, ”মোহনবাগান-মহামেডান স্পোর্টিং ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে কেন? দুটো বড় ক্লাবের খেলা হচ্ছে অথচ সেই ম্যাচটা তো দেওয়ার কথা সল্টলেক স্টেডিয়ামে। তাহলে কি মহামেডানের জন্য যুবভারতী স্টেডিয়াম নয়?” লিগ জয়ের দিনে আইএফএ-কে দুষলেন মহামেডান কর্তা।