shono
Advertisement

এবার পুজোয় বাংলা গান বাগানের কামো-ক্রোমার গলায়

দেখুন তাঁদের গানের ভিডিও। The post এবার পুজোয় বাংলা গান বাগানের কামো-ক্রোমার গলায় appeared first on Sangbad Pratidin.
Posted: 10:29 AM Sep 05, 2017Updated: 06:14 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান তাঁবুর ভিতর থেকে ভেসে আসছে ‘দুর্গা পুজা… দুর্গা পুজা…’ গান। না, কোনও বাঙালি ফুটবলার নন, গান গাইছেন বাগানের দুই বিদেশি কামো ও ক্রোমা! তাঁদের হাতে আবার চণ্ডী!

Advertisement

মঙ্গলবার সকালে গঙ্গাপারের তাঁবুর এমন দৃশ্য চমকে দেওয়ার মতোই। ব্যাপারটা কী? আফ্রিকার দুই তারকার হলটা কী? কলকাতায় পা রাখা ইস্তক সমর্থক ও ক্লাবকে দারুণভাবে ভালবেসে ফেলেছেন। আর এবার তাঁদের গলায় দুর্গা পুজোর গান! যেন পুরোদস্তুর বাঙালি হয়ে উঠছেন সবুজ-মেরুনের দুই স্তম্ভ। তাঁদের মুখে ‘ওম শিবা’ গান তো সে কথাই বলছে। আর মজার বিষয় হল, শুধু চার দেওয়ালের ভিতর নয়, এবার পুজোয় তাঁদের গান শুনতে পারবে গোটা শহর।

[আমি আমার শিক্ষককে ঘৃণা করি, গোপীচাঁদের উদ্দেশে বললেন সিন্ধু]

আসলে এবার গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লি সার্বজনীন দুর্গোৎসবের আবহ সংগীতে শোনা যাবে কামো-ক্রোমার গলা। আর তারই রিহার্সালের জন্য এদিন সকালে মোহনবাগান ক্লাবে হাজির হয়েছিলেন সেই পুজোর আবহ শিল্পী জোয়ার ব্যান্ডের গায়ক গৌতম ব্রহ্ম। অনুশীলনের পর তাঁবুর ভিতর গিয়ে কামো-ক্রোমাকে দুর্গা পুজোয় গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে বেশ চমকেই যান তাঁরা। বাঙালির উৎসবে হঠাৎ তাঁদের দিয়ে গান কেন? জানানো হয়, এবার রবীন্দ্রপল্লির পুজোর থিম আফ্রিকান সাফারি। অর্থাৎ কলকাতার বুকে একটুকরো আফ্রিকা তুলে ধরার প্রয়াস পুজো উদ্যোক্তা উত্তম সাহার। যেখানে ফুটে উঠবে মাসাইমারার ছবি। আর সেখান থেকেই দুই আফ্রিকানকে গানের প্রস্তাব। তখনও অবশ্য রাজি হননি তাঁরা। কামোর প্রশ্ন, দুর্গাপুজোর সঙ্গে আফ্রিকার সম্পর্কটা কী? গৌতম ব্রহ্ম জানান, মা দুর্গার সিংহ আর আফ্রিকার জঙ্গলের সিংহ কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই বিষয়টিই মনে ধরে তাঁদের। আর তখনই গান গাইতে রাজি হয়ে যান কলকাতা লিগে দুরন্ত ফর্মে থাকা কে টু। ‘দুর্গা পুজো’ শব্দটি রেখে নিজেদের ভাষা দিয়ে নিজেরাই গান বাঁধেন। সে গান গেয়েও শোনান।

[যুব বিশ্বকাপের ভিডিওয় শচীন, নেট দুনিয়ায় বিস্তর বিতর্ক]

শুধু বিপক্ষের ডিফেন্ডারদের ডজ করে গোল করাই নয়, গান গেয়েও তাক লাগালেন তাঁরা। তাঁদের সুরেই দুর্গা পুজোয় মাসাইমারার জঙ্গল যেন আরও জীবন্ত হয়ে উঠবে। গোটা বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত কামো-ক্রোমা। ১০ সেপ্টেম্বর মিনি ডার্বির পর গানটি রেকর্ড করবেন তাঁরা। শুধু তাই নয়, পুজোতে রবীন্দ্রপল্লীর পুজো মণ্ডপেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ভারতের ফুটবলের মক্কায় দুর্গা পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে মুখিয়ে রয়েছেন আফ্রিকান কে টু।

The post এবার পুজোয় বাংলা গান বাগানের কামো-ক্রোমার গলায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement