সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সেরা অধিনায়কদের তালিকায় রয়েছে তাঁর নাম। সবধরনের ট্রফি জেতার নজিরও রয়েছে। সতীর্থদের মধ্যেও দারুণ জনপ্রিয় ক্যাপ্টেন কুল তিনি। সেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বিরুদ্ধেই এবার অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা। সাফ জানিয়ে দিলেন, অধিনায়ক হিসাবে বেশ বিরক্তিকর ছিলেন ধোনি। মাঝে মাঝে মাঠের মধ্যে ধোনি এমন কিছু করতেন, যার কারণে বিরক্ত হয়ে পড়তেন তিনি।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন উথাপ্পা (Robin Uthappa)। পরে ২০২১ সালে ধোনির নেতৃত্বেই চেন্নাইয়ের হয়ে আইপিএলও জেতেন তিনি। দীর্ঘদিন ধরেই ধোনির সঙ্গে খেলেছেন। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ধোনিকে সোজাসুজি বিরক্তিকর বলে আখ্যা দিলেন উথাপ্পা।
[আরও পড়ুন: সতীর্থ থেকে আত্মীয়, শিশিরের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অলোকের ছেলে]
প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে এহেন অভিযোগ কেন? উত্তর উথাপ্পা বলেন, “একবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলছিলাম। হ্যাজেলউডের বোলিংয়ে ফাইন লেগ রাখেনি, আমি বুঝে গেলাম যে অফস্টাম্পের বাইরেই বল করতে চলেছে। যেই পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি মারতে গেলাম, অমনি আউট। আসলে ব্যাটারদের মানসিকতা নিয়ে খেলতে পারে ধোনি। যেখানে ব্যাটাররা খেলতে অভ্যস্ত নয়, ও বাধ্য করবে মাঠের সেই দিকগুলোতে শট খেলতে।”
ধোনির সঙ্গে একই দলে খেলার সময়ের একটি ঘটনাও তুলে ধরেছেন উথাপ্পা। রাজস্থানের বিরুদ্ধে চেন্নাইয়ের একটি ম্যাচে বেশ ভাল ব্যাটিং করছিলেন তরুণ তারকা দেবদত্ত পাড়িক্কাল। সেই ম্যাচের কথা বলতে গিয়ে উথাপ্পা বলেন, “দেবদত্ত খুব ভাল পিক আপ শট মারছিল। কিন্তু ধোনি বলল, ওকে এই শটটাই মারতে বাধ্য করব। এই বলে ফাইন লেগ সরিয়ে গালির কাছাকাছি ফিল্ডারকে দাঁড়াতে বলেছিল। আমি অবাক হয়ে ভাবলাম, ওর মাথায় এসব আসে কী করে?” তবে কয়েকদিন আগে চেন্নাইয়ের ম্যাচ চলাকালীন চিপকে এসে ধোনির সঙ্গে দেখা করেন উথাপ্পা। তাঁদের বন্ধুত্বের ছবি প্রকাশিত হয় চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়ায়।