সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক ছিল। ২০১২ সালে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) ব্যাটেই চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল (IPL) হাতে তুলেছিলেন গম্ভীর। কিন্তু সেই মনোজের সঙ্গেই নাইট অধিনায়কের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে সেটা অকপটে জানালেন মনোজ।
সাংবাদিক বৈঠকে মনোজ বলছিলেন, “কেকেআরে থাকার সময় গম্ভীরের সঙ্গে আমার একবার খুব ঝগড়া হয়েছিল। সেই কথা কোনও দিন প্রকাশ্যে আসেনি। ২০১২ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়। ওই সময়ে চার মারতে পেরেছিলাম বলে দল জেতে। তার জন্য আর একটা বছর খেলার সুযোগ পাই। ২০১৩-তে গম্ভীরের সঙ্গে ঝগড়া না হলে হয়তো আরও দুই-তিন বছর খেলতাম। চুক্তি অনুযায়ী আমার যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা আরও বাড়ত। ব্যাঙ্ক ব্যালেন্স মজবুত হত। তবে সেটা নিয়ে ভাবিনি কখনও।”
[আরও পড়ুন: ডবল সেঞ্চুরি করা যশস্বী নন, এই তরুণ তারকার উপর বাজি ধরলেন সৌরভ]
এমনকি দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) থাকার সময়ও মনোজের সঙ্গে টিম ম্যানেজমেন্টের ঝামেলা বেঁধেছিল। সেটাও সামনে আনলেন তিনি। মনোজ যোগ করেন, “দিল্লি ক্যাপিটালসে খেলার সময় গ্যারি কার্স্টেন কোচ ছিল। একের পর এক ম্যাচে চোখের সামনে দেখছিলাম প্রথম একাদশ ঠিক হচ্ছে না। কম্বিনেশন ঠিক নেই। যোগ্য ক্রিকেটারেরা খেলার সুযোগ পাচ্ছিল না। অনেকে চোটের কারণে বাইরে ছিল। আমি সোজা গিয়ে বলেছিলাম, আমাকে খেলাতে না পারলে ছেড়ে দাও। তখন আমার চুক্তি ছিল ২.৮ কোটি টাকার। কখনও ভাবিনি এ কথা বললে ওরা আমাকে ভুল বুঝে ছেড়ে দেবে!”
তিনি পারফর্মার। তবে বরাবরের বিতর্কিত চরিত্র। তাই নিজেকে বাইশ গজে প্রতিষ্ঠা করলেও, ব্রাত্য থেকেছেন। তবে এহেন মনোজ কালের নিয়মে ব্যাট-প্যাড তুলে রাখলেন। রেখে গেলেন ভালো-মন্দ স্মৃতি।