সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) পয়েন্ট টেবিলে একলাফে শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড (New Zealand)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পরই পয়েন্ট টেবিলে একনম্বর স্থান দখল করে নিয়েছে কিউয়িরা।
ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য কিউয়ি তারকা রাচীন রবীন্দ্র ম্যাচের সেরা হন। এই জয় নিউজিল্যান্ডকে পয়েন্ট তালিকায় এক নম্বরে পৌঁছে দিয়েছে। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ভারত (Indian Cricket Team) এখন তিন নম্বরে।
[আরও পড়ুন: চোট আঘাতের সমস্যা মোহনবাগানে, হায়দরাবাদ ম্যাচে ঝুঁকি নিতে চান না হাবাস]
ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ফিরে এসেছে ভারত। সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তনের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও একলাফে অনেকখানি উঠে আসে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ হেরে পাঁচ নম্বরে নেমে গিয়েছিল রোহিত ব্রিগেড। কিন্তু পরের ম্যাচ জেতার ফলে ফের দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট কিউয়িরা ২৮১ রানে জিতেছে। কিউয়িরা প্রথম ইনিংসে করেছিল ৫১১ রান। রাচীন রবীন্দ্র ২৪০ রান করেন। প্রোটিয়া ব্রিগেডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৬২ রানে। নিউজিল্যান্ড ১৭৯ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২৪৭ রানে। কিউয়িরা ম্যাচ জিতে নেয় ২৮১ রানে।