shono
Advertisement

মোদিই ধোনিকে পরের বছর টি-২০ বিশ্বকাপে খেলতে বলবেন! আশা শোয়েব আখতারের

আইপিএল শেষ হলেই ধোনির জন্য আয়োজিত হবে ফেয়ারওয়েল ম্যাচ! The post মোদিই ধোনিকে পরের বছর টি-২০ বিশ্বকাপে খেলতে বলবেন! আশা শোয়েব আখতারের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Aug 19, 2020Updated: 07:52 PM Aug 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ১৫ আগস্ট দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। বেশ কিছুদিন কেটে গেলেও যার রেশ এখনও অব্যাহত। অন্তত একটি ফেয়ারওয়েল ম্যাচ!‌ যাতে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে প্রাক্তন ভারত অধিনায়ককে আরেকবার দেখা যায়। অনেকেই এমন দাবি তুলছেন। আর এবার সবাইকে চমকে দিয়ে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার বললেন, ২০২১-এর টি–টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে খেলার জন্য অনুরোধ করতে পারেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক সাক্ষাৎকারে এমনই আশা প্রকাশ করলেন ‘‌রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’‌।

Advertisement

[আরও পড়ুন: স্বপ্ন হল সত্যি, আইপিএলের স্কোরার হয়ে দুবাই পাড়ি দিচ্ছেন হুগলির মুদি দোকানের কর্মচারী]

BolWasim ‌নামে একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে শোয়েব প্রথমে বলেন, ২০২১ সালের বিশ্বকাপ খেলা বা না খেলাটা ধোনির ব্যক্তিগত মত। তাঁর কথায়, ‘‌‘আমার মনে হয় ধোনির ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা উচিত। ‌ভারতীয় ভক্তরা যেভাবে তাঁদের তারকাদের সমর্থন করেন, তার থেকেই বোঝা যায় বিশ্বকাপে ধোনি কতটা সমর্থন পেতেন। কিন্তু এটা পুরোপুরিই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’‌’

যদিও এরপরই শোয়েব আশাপ্রকাশ করেন, হয়তো প্রধানমন্ত্রী মোদি টি–টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে খেলার জন্য অনুরোধ করতে পারেন। শোয়েবের কথায়,‌ ‘‌‘কে বলতে পারে আগামিদিনে হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এমএস ধোনিকে আবার খেলায় ফেরার জন্য এবং টি ২০ বিশ্বকাপে অংশ নিতে অনুরোধ করতে পারেন। এমনটা হতেই পারে। ঠিক যেমনটা হয়েছিল ইমরানের খানের ক্ষেত্রে। ১৯৮৭ সালে প্রধানমন্ত্রী জেনারেল জিয়া–উল–হক নিজে ইমরান খানকে অনুরোধ করেছিলেন খেলা না ছাড়তে। তাঁর কথা রেখেই খেলা চালিয়ে গিয়েছিলেন ইমরান খান। আর তাঁর নেতৃত্বেই ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতে পাকিস্তান।’’‌

[আরও পড়ুন: চিনা সংস্থার সঙ্গে যোগ রয়েছে আইপিএলের নতুন স্পনসর Dream 11-এরও! দাবি রিপোর্টে]

এদিকে, বোর্ডসূত্রে খবর, ভারতীয় ক্রিকেটের প্রতি ধোনির অবদানের কথা মাথায় রেখে একটি ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হতে পারে। তবে সেটা হবে আসন্ন আইপিএল শেষ হওয়ার পরে। কারণ আগামী ১০ নভেম্বর আইপিএলের পরই বিরাটদের কোনও আন্তর্জাতিক সিরিজ নেই। তাই আইপিএল শেষ হলেই ধোনির জন্য একটি ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হতে পারে। নামপ্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেকথা স্বীকারও করে নিয়েছেন।

The post মোদিই ধোনিকে পরের বছর টি-২০ বিশ্বকাপে খেলতে বলবেন! আশা শোয়েব আখতারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement