shono
Advertisement

জলে গেল কনওয়ের দুরন্ত ইনিংস, চিপকে চেন্নাইকে হারিয়ে বাজিমাত পাঞ্জাবের

পরপর দুই বলে ছক্কা মেরেও ম্যাচ জেতাতে পারলেন না ধোনি।
Posted: 07:28 PM Apr 30, 2023Updated: 07:40 PM Apr 30, 2023

চেন্নাই সুপার কিংস: ২০০/৪ (কনওয়ে ৯২, ঋতুরাজ ৩৭)

Advertisement

পাঞ্জাব কিংস: ২০১/৬  (প্রভসিমরন ৪২, লিয়াম ৪০, দেশপাণ্ডে ৩/৪৯)

৪ উইকেটে জয়ী পাঞ্জাব কিংস। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ম্যাচে বড় ব্যবধানে হেরেছে দুই দলই। প্লে অফের লড়াইয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছতে দুই পয়েন্ট দরকার ছিল দুপক্ষেরই। কিন্তু রবিবার নিজেদের দুর্গেই হেরে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবারের ম্যাচে চিপকে কাজে এল না ধোনির ঝোড়ো ব্যাটিং। হাড্ডাহাড্ডি ম্যাচে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। শেষ বলে তিন রান নিয়ে পাঞ্জাবকে ম্যাচ জেতালেন সিকান্দার রাজা। 

পরপর তিন ম্যাচ জয়ের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধাক্কা খেয়েছিল চেন্নাই সুপার কিংস। জয়পুরে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলেও শীর্ষ স্থান খোয়ায় মাহি (MS Dhoni) ব্রিগেড। তাই ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে খানিকটা চাপে ছিল ইয়েলো আর্মি। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৫৭ রান দিয়ে ধুঁকছিল পাঞ্জাবের বোলিং লাইন আপ। রবিবারের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল দুই দলের কাছেই। 

[আরও পড়ুন: ‘কুছ কুছ হোতা হ্যায়…’, চঞ্চল চৌধুরীকে দেখে মুগ্ধ শ্রীলেখা, একটাই ইচ্ছে অভিনেত্রীর]

ঘরের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। গত ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হলেও ডেভন কনওয়ে এদিন ফের দুরন্ত ফর্মে। মাত্র ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন কিউয়ি ব্যাটার। ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবেও রান পেয়েছেন। তবে ঘরের মাঠে চেন্নাই ভক্তদের মন ভাল করে দেয় ইনিংসের শেষ ওভার। রবীন্দ্র জাদেজা আউট হতেই মাঠে নামেন সকলের প্রিয় থালা। মাত্র ৪ বলে ১৩ রানের ঝকঝকে ক্যামিও ইনিংস খেলেন। শেষ দুই বলে পরপর দুটি ছক্কা হাঁকান। মাহির ইনিংসে ভর করেই ২০০ রান তোলে চেন্নাই। 

২০১ রানের টার্গেট থাকলেও রান তাড়া করতে সেভাবে সমস্যায় পড়েনি পাঞ্জাবের ব্যাটাররা। পাওয়ার প্লের মধ্যে অধিনায়ক শিখর ধাওয়ান আউট হয়ে যান। তবে পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যান তরুণ ব্যাটার প্রভসিমরন সিং। মাঝের দিকে রানের গতি কমে গেলেও লিয়াম লিভিংস্টোন ২৪ বলে ৪০ রান করেন। তিনি আউট হতে ফর্মে থাকা জিতেশ শর্মা ১০ বলে ২১ রান হাঁকান। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল পাঞ্জাবের। শেষ বল পর্যন্ত লড়াই চালালেও দলকে জেতাতে পারলেন না চেন্নাইয়ের তরুণ পেসার মাথিশা পাথিরানা। চার উইকেটে জিতল পাঞ্জাব। 

[আরও পড়ুন: মাতৃবিয়োগের পর থেকে অনুব্রতকন্যার ছায়াসঙ্গী, জেনে নিন কে এই সুতপা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement