shono
Advertisement

খারাপ বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতা, জলজের স্পিনে কেরলের বিরুদ্ধে হারের মুখে বাংলা

রনজি থেকে বাংলার বিদায় সময়ের অপেক্ষা।
Posted: 05:19 PM Feb 10, 2024Updated: 05:19 PM Feb 10, 2024

কেরল, প্রথম ইনিংস: ৩৬৩ (শচীন ১২৪, অক্ষয় ১০৬, শাহবাজ ৪/৭৩)
বাংলা, প্রথম ইনিংস: ১৭২/৮ (অভিমন্যু ৭২, সুদীপ ৩৩, জলজ সাক্সেনা ৭/৬৭)
কেরল ১৯১ রানে এগিয়ে

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ বোলিংয়ের জন্য কেরলের (Kerala) বিরুদ্ধে আগেই চাপে ছিল বাংলা (Bengal)। আর এবার ব্যাটিং ব্যর্থতার জন্য হারের মুখে দাঁড়িয়ে রয়েছে বঙ্গব্রিগেড। জলজ সাক্সেনার (Jalaj Saxena) দুরন্ত অফ স্পিনের দাপটে প্রায় হারের মুখে দাঁড়িয়ে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দল। এই ম্যাচটা জিতলে চলতি রনজি ট্রফির (Ranji Trophy 2023-24) নকআউটে যাওয়ার একটা মৃদু সুযোগ ছিল। কিন্তু ক্রমাগত ব্যাটিং ভরাডুবির জন্য বাংলার কাছে নকআউটে যাওয়া দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

কারণ প্রথম ইনিংসে কেরলের ৩৬৩ রানের জবাবে বাংলা প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান তুলেছে। একাই একশ মেজাজে ৬৭ রানে ৭ উইকেট নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার জলজ। ফলে এই মুহূর্তে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল এগিয়ে রয়েছে ১৯১ রানে। বিরাট কিছু পটপরিবর্তন না ঘটলে এই ম্যাচে বাংলার হার শুধু সময়ের অপেক্ষা।

[আরও পড়ুন: উইকেটের ফাঁক দিয়ে গলে গেল বল! তবুও আউট নন ব্যাটার! ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড়]

৪ উইকেটে ২৬৫ রানে ব্যাট করতে নেমে কেরলের ইনিংস ৩৬৩ রানে শেষ হয়ে যায়। শচীন বেবি ১১০ রানে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় দিন বেশি রান যোগ করতে পারেননি। ২৬১ বলে ১২৪ রানে আউট হন এই বাঁহাতি ব্যাটার। তাঁর ইনিংস ১২টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। তবে অক্ষয় চন্দ্রনকে আটকে রাখা যায়নি। প্রথম দিন ৭৬ রানে ক্রিজে থাকা অক্ষয়ের ব্যাট থেকে এল ২২২ বলে ১০৬। মারলেন ৯টি চার। ফলে প্রথম ইনিংসে শাহবাজ আহমেদ ৭৩ রানে ৪ উইকেট নিলেও, কেরল ৩৬৩ রান তুলে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৬ রানে ফিরে যান রনজ্যোত সিং খাইরা। ৪৩ রানে ১ উইকেট হারায় বাংলা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অভিমন্যু ইশ্বরণ ও সুদীপ ঘরামি। দুজন দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৪ রান। দলের রান যখন ১০৭, তখন ৯৩ বলে ৭২ রানে জলজের বলে আউট হন বঙ্গ ওপেনার। সেই পতনের শুরু।

মনোজ, অনুষ্টুপ থেকে সুদীপ ঘরামি থেকে অভিষেক পোড়েল। সবাই অভিজ্ঞ জলজের অফ স্পিনের ফাঁদে পা দেন। ফলে মাত্র ৩৩ রানে বাকি ৬ উইকেট হারিয়ে আরও একটা হারের মুখে দাঁড়িয়ে বাংলা। কারণ দিনের শেষে বাংলা ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান তুলতে পেরেছে। করণ লাল ২৭ ও সূর্য সিন্ধু জসওয়াল ৯ রানে ক্রিজে রয়েছেন।

[আরও পড়ুন: সূর্যর সঙ্গে জার্সি বদল! টিম ইন্ডিয়ার মারকুটে ব্যাটারকে কী বার্তা দিলেন ম্যান ইউ কিংবদন্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement