shono
Advertisement

‘রনজি ট্রফি তুলে দেওয়া উচিত!’, মনোজের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

আরও বড় বিস্ফোরণ ঘটানোর অপেক্ষায় মনোজ তিওয়ারি।
Posted: 09:06 AM Feb 11, 2024Updated: 09:06 AM Feb 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি রনজি ট্রফির (Ranji Trophy 2023-24) লিগ পর্ব থেকেই বিদায় নেওয়ার মুখে বাংলা (Bengal)। কেরলের (Kerala) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ধুঁকছে বঙ্গব্রিগেড। এমন প্রেক্ষাপটে সোশাল মিডিয়াতে বিস্ফোরণ ঘটালেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। তবে তাঁর বার্তাকে ‘মিনি বিস্ফোরণ’-ও বলা যেতে পারে। বিসিসিআইয়ের (BCCI) বিরুদ্ধে মুখ খোলার ইঙ্গিত দিয়ে রাখলেন। কারণ ম্যাচ চলার জন্য অনেক ইস্যু খোলসা করেননি বঙ্গ অধিনায়ক।

Advertisement

যদিও নিজের X হ্যান্ডেলে স্পষ্ট লিখেছেন, ‘পরের মরশুম থেকে রনজি ট্রফি তুলে দেওয়া উচিত! এত কিছু ভুল হচ্ছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের এত সমৃদ্ধ পরম্পরা, একে বাঁচানোর জন্য এখনই কিছু করা উচিত। গুরুত্ব ও আনন্দ হারাচ্ছে এই টুর্নামেন্ট। প্রচণ্ড হতাশ।’

[আরও পড়ুন: ‘সতীর্থরা হাততালি দিতে বুঝলাম, টিমে ডাক পেয়েছি’, টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আকাশদীপ]

অবশ্য এখানেই তিনি থেমে থাকেননি। সেই টুইটের কিছুক্ষণ পর ফেসবুক লাইভ করেন তিনি। সেখানে বলেন, “অনেক কিছু বলার আছে। রনজি ট্রফির মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নিয়ে যা চলছে সেটা মেনে নেওয়া যায় না। তবে আমি এখনই পুরো ব্যাপারটা বলতে চাই না। কারণ আমাদের ম্যাচ চলছে। এবং বিসিসিআইয়ের কিছু গাইডলাইন আছে। সেটা আমাদের সবার মেনে চলা উচিত।”

তবে সবটা খোলসা না করলেও মনোজ অল্প কথায় যা বলেছেন সেটা ‘মিনি বিস্ফোরণ’ বটে। কেরলের বিরুদ্ধে ম্যাচের ভেন্যু রনজি আয়োজনের যোগ্য নয়। সেটা স্পষ্ট জানিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) হয়ে ১২টি ওডিআই এবং ৩টি টি-২০ খেলা অভিজ্ঞ ব্যাটার। তিনি যোগ করেছেন, “থুম্বাতে আমরা কেরলের বিরুদ্ধে খেলছি। এই ভেন্যুতে প্রায় পাঁচ বছর পর ম্যাচ হল। একেবারে খোলা মাঠ। এরসঙ্গে যোগ হয়েছে জঘন্য ড্রেসিংরুম। এই মাঠের ড্রেসিংরুমের এমন অবস্থা যে সতীর্থদের সঙ্গে টিম মিটিং পর্যন্ত করা যায় না! একটু জোরে কথা বলা যায় না। কারণ বিপক্ষ দলের কাছে যে কোনও সময় সেই কথাগুলো চলে যাবে! সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। এগুলো নিয়ে তো বিসিসিআই-কে ভাবতে হবে।”

এর পর মনোজ ফের বলেন, “তবে তাই বলে আমি কিন্তু চুপ থাকার বান্দা নই। বিহারের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে আমরা এবারের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামব। সেটা আবার আমার প্রথম শ্রেণির কেরিয়ারের শেষ ম্যাচ। সেই ম্যাচের পর যা বলার অবশ্যই বলব। কারণ আমার কারও কাছ থেকে কিছু পাওয়ার নেই। যে আমাকে যাই ভাবুক, আমি চুপ থাকব না। কারণ কারও কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই।”

১৬ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে নামবে বাংলা। কেরিয়ারের শেষ ম্যাচ খেলার পর কি মনোজ আরও বড় বিস্ফোরণ ঘটাবেন? অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।

[আরও পড়ুন: বাড়ি থেকেই চুরি হয়ে গেল সৌরভের মোবাইল ফোন! কী করলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement