বিহার, প্রথম ইনিংস: ৯৫ (মুকেশ ৪/১৮, সুরজ ৪/৪৭, রিশভ রাজ ২৬)
বাংলা, প্রথম ইনিংস: ১১১/২ (অভিমন্যু ৪৮*, অনুষ্টুপ ১৩*, রবি শঙ্কর ১/১৪)
বাংলা ১৬ রানে এগিয়ে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোজ তিওয়ারির (Manoj Tiwary) প্রথম শ্রেণির কেরিয়ারের শেষ ম্যাচ বলে কথা। এমনিতে এবারের রনজি ট্রফি (Ranji Trophy 2023-24) থেকে বাংলার (Bengal) আর নতুন কিছু পাওয়ার নেই। তবে শেষ পর্যন্ত মুকেশ কুমার (Mukesh Kumar) দলে ফিরতে বিহারের (Bihar) বিরুদ্ধে জ্বলে উঠল বঙ্গব্রিগেড।
ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ঘাসে ভরা বাইশ গজে সুরজ সিন্ধু জসওয়ালকে (Suraj Sindhu Jaiswal) নিয়ে দাপট দেখালেন টিম ইন্ডিয়া (Team India) সংসার থেকে আসা মুকেশ। ফলে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় বিহারের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলা ২ উইকেটে ১১১ রান তুলেছে। ক্রিজে রয়েছেন অভিমন্যু ইশ্বরণ (৪৮*) ও অনুষ্টুপ মজুমদার (১৩*)।
[আরও পড়ুন: সরফরাজে মুগ্ধ, ‘নেপথ্য কারিগর’ বাবা নওশাদকে গাড়ি উপহার দিলেন আনন্দ মাহিন্দ্রা]
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মনোজ। তাঁর সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ করে দেন দুই পেসার মুকেশ ও সুরজ। তাঁদের সঙ্গে যোগ্য সঙ্গত দেন মহম্মদ কাইফ। ফলে মাত্র ৯৫ রানেই শেষ হয়ে যায় বিহারের প্রথম ইনিংস। মুকেশ ১৮ রানে ৪ ও সুরজ ৪৭ রানে ৪ উইকেট নেন। মহম্মদ শামির ভাই কাইফ নেন ১৯ রানে ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩৫ রানে ১ উইকেট হারায় বাংলা। ওপেনার হাবিব গান্ধী ব্যক্তিগত ১৯ রানে ফিরে যান। এর পর আউট হন করণ লাল। তিনিও সেট হয়ে ২৮ রানে আউট হন। ফলে ৯২ রানে দ্বিতীয় উইকেট হারায় দল। তবে দিনের বাকিটা সময় আরও কোনও উইকেট হারায়নি বঙ্গ ব্রিগেড। অভিমন্যু ৪৮* এবং অনুষ্টুপ ১৩* রানে ক্রিজে রয়েছেন। ফলে এই মুহূর্তে ১৬ রানে এগিয়ে রয়েছে বাংলা।
এমনিতে এই ম্যাচটার কোনও গুরুত্ব নেই। জিতলেও পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না বাংলা। তবুও মনোজের জন্য জিততে মরিয়া বঙ্গব্রিগেড।