shono
Advertisement

Breaking News

‘তিনটি ফরম্যাটে ব্যবহার করা হলে সমস্যা বাড়বে’, উমরান-শামিদের জন্য শাস্ত্রীর পরামর্শ

গতির ঝড় তুলে সবার নজর কেড়েছেন উমরান মালিক।
Posted: 04:08 PM Mar 22, 2023Updated: 04:08 PM Mar 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতি দিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন উমরান মালিক (Umran Malik)। ব্রেট লি-র মতো প্রাক্তন অজি তারকা বলেছেন, দল তিনি গড়লে উমরান মালিককে প্রথম একাদশে রাখতেন। উমরান মালিককে সুযোগ দেওয়ার কথা বলছেন দেশেবিদেশের প্রাক্তন তারকারা। ভারতের নতুন স্পিডস্টারকে কীভাবে ব্যবহার করা উচিত, সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।

Advertisement

শুধু উমরান মালিক নন, অন্য তারকা বোলারদেরও বাঁচিয়ে রাখার কথা বলছেন শাস্ত্রী। কাতারে অনুষ্ঠিত লিজেন্ডস লিগ ক্রিকেটে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন কোচ। এক সাংবাদিক বৈঠকে শাস্ত্রী ভারতের স্পিড স্টার উমরান মালিক প্রসঙ্গে বলেছেন, ”ওকে সেট আপের অংশ হিসেবে দেখতে চাই আমি। উমরান কীভাবে পারফর্ম করছে, সেটা দেখবে টিম ম্যানেজমেন্ট। সঠিক সময়ে তরুণ খেলোয়াড়কে প্রয়োগ করা হবে। আদর্শ উদাহরণ হল মহম্মদ সিরাজ। সব ফরম্যাটে ওকে ব্যবহার করা হয়েছে।” 

[আরও পড়ুন: আইপিএলের আগেই বড় ধাক্কা, বেয়ারস্টোকে ছাড়াই নামছে পাঞ্জাব কিংস]

 

২০২২ সালে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে উমরান মালিকের। ২২টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়েও সুযোগ পাননি উমরান। ভারতের এই গতিদানবকে আসল সময়ের জন্য তৈরি রাখার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রী। ভারতের হেড কোচ বলছেন, ”ইউ হ্যাভ টু সেভ হিম, ইউ হ্যাভ টু সেভ শামি। তিনটি ফরম্যাটেই যদি খেলানো হয়, তাহলে তো সমস্যা বাড়বে। যে ফরম্যাটে শামি, সিরাজ খেলছে না, সেখানে সুযোগ দেওয়া হোক উমরান মালিককে। প্রত্যেককে তৈরি থাকতে হবে। প্রত্যেককে তৈরি রাখতে হবে। বুমরাহর এখন চোট, ফলে ওর বিকল্প তৈরি রাখা জরুরি। এটা গুরুত্বপূর্ণ।”

[আরও পড়ুন: প্রকাশ্যে বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ, ১২টি ভেন্যুতে হবে ম্যাচ! কেন্দ্রকে ৯৬৩ কোটি দিচ্ছে BCCI]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement