shono
Advertisement

Breaking News

আইসিসি ট্রফিতে ক্রমাগত ব্যর্থ ভারত, শচীন-মেসির উদাহরণ দিয়ে রোহিতদের তাতাচ্ছেন শাস্ত্রী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সম্ভাবনা কতটা? কী বলছেন শাস্ত্রী?
Posted: 03:11 PM Mar 24, 2023Updated: 03:11 PM Mar 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি ট্রফি জিততেই পারে ভারত (India)। সেই সঙ্গে দল নিয়ে সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

Advertisement

চলতি বছর দুটো আইসিসি ইভেন্ট রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয়বার উঠেছে ভারত। জুনে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি রোহিত শর্মার টিম ইন্ডিয়া। 

[আরও পড়ুন: দেশের মাঠে ফিরল মার্টিনেজের সেই বিতর্কিত উদযাপন! এবার আর একা নন আর্জেন্টাইন গোলকিপার]

 

এর পরেই বিশ্বকাপকে পাখির চোখ করবে ভারত। শেষ বার আইসিসি ট্রফি দেশে এসেছিল ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার পরে আইসিসি ট্রফিতে ভারত লাগাতার ভাবে ব্যর্থ হয়েছে। এরকম পরিস্থিতিতে শাস্ত্রী ধৈর্য ধরার কথা বলছেন।

উদাহরণ হিসেবে তুলে ধরছেন শচীন তেণ্ডুলকর ও লিওনেল মেসির কথা। দুই তারকাই বিশ্বকাপ জেতার জন্য অপেক্ষা করেছেন দীর্ঘ সময়। কেরিয়ারের শেষ প্রান্তে এসে বিশ্বকাপ জিতেছেন শচীন ও আর্জেন্টাইন তারকা। শাস্ত্রী বলেন, ”ভারত ধারাবাহিক ভাবে ভাল খেলছে। ফাইনাল, সেমিফাইনালে উঠছে নিয়ম করে। একটি আইসিসি ট্রফি জিততে শচীন তেণ্ডুলকরকে ছ’টি বিশ্বকাপ খেলতে হয়েছিল। ছ’টি বিশ্বকাপ মানে ২৪ বছর। শেষ বিশ্বকাপে এসে খেতাব জিতেছিল শচীন। লিও মেসির কথা ভেবে দেখুন। দারুণ এক দৃষ্টান্ত তৈরি করেছে মেসি। কত বছর ধরে খেলে চলেছে ও। যখন জিততে শুরু করল, তখন একে একে কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতল। বিশ্বকাপ ফাইনালে গোলও করল। ফলে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে।”

গতবার আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছিল ভারত। এবার কী হবে, তার উত্তর দেবে সময়।

[আরও পড়ুন: ‘ব্যাটারদের মন খারাপ করতে চাই না’, উইকেট নিয়ে উদযাপন না করার কারণ জানালেন হাসান মাহমুদ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement