সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ফুটবলভক্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন ক্যামেরুন কিংবদন্তি স্যামুয়েল এটো। এমনকি ওই ব্যক্তির দিকে তেড়ে গিয়ে তাঁকে মারতে শুরু করেন প্রাক্তন বার্সেলোনা তারকা। ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখতে দোহার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এটো (Samuel Eto)। খেলার শেষে মাঠ ছেড়ে বেরনোর সময়েই এই ঘটনাটি ঘটে। ক্যামেরুন তারকার এহেন ব্যবহারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
বর্তমানে ক্যামেরুন (Cameroon) ফুটবল প্রশাসনের প্রধান পদে রয়েছেন এটো। বিশ্বকাপের (Qatar World Cup) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দেয় ক্যামেরুন। সেই ম্যাচেও দর্শকাসনে উপস্থিত ছিলেন এটো। দেশ নকআউট পর্বে না পৌঁছলেও বিশ্বকাপের ম্যাচ দেখতে কাতারে রয়ে গিয়েছিলেন তিনি। সেই মতোই সোমবার স্টেডিয়াম ৯৭৪য়ে ব্রাজিলের ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্যামেরুন কিংবদন্তি। সেই ম্যাচে ৪-১ ফলে জিতে যায় সেলেকাওরা।
স্টেডিয়াম ছেড়ে বেরতেই বেশ কয়েকজন ফুটবল ভক্ত এটোকে ঘিরে ধরেন, সেলফি তোলার আবদার করতে থাকেন। প্রথমে হাসিমুখে ছবিও তোলেন তিনি। আচমকাই এক ব্যক্তি এসে এটোকে কিছু বলেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি আলজেরিয়ার সমর্থক। রেগে গিয়ে ওই ব্যক্তির দিকে তেড়ে যান এটো। আশেপাশের লোকজন এসে তাঁকে থামিয়ে দেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে চেষ্টা করেন ক্যামেরুন কিংবদন্তি।
[আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচের মাঝেই হাতে চোট রোহিতের, নিয়ে যাওয়া হল হাসপাতালে, দেখুন ভিডিও]
সেই সময়েই আবার ওই ব্যক্তি এটোকে লক্ষ্য করে কিছু কথা বলেন। তখনই মেজাজ হারিয়ে মারমুখী হয়ে ওঠেন কাতার বিশ্বকাপের লেগ্যাসি অ্যাম্বাসেডর। ওই ব্যক্তিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন এটো। তাঁর ফোনও কেড়ে নেন। ঠিক কী বলে প্রাক্তন ফুটবলারকে উত্যক্ত করছিলেন ওই ব্যক্তি, তা অবশ্য শোনা যায়নি। তবে আবারও এটোকে আটকে দেন তাঁর সহযোগীরা। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেও ফের উঠে দাঁড়িয়েছেন ওই ব্যক্তি।
পরে জানা গিয়েছে, মাইমো ওয়াজিরি নামে ওই ব্যক্তি আলজেরিয়ার এক ইউটিউবার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আলজেরিয়াকে হারিয়ে দেয় ক্যামেরুন। বিশ্বকাপের টিকিট পেলেনি আফ্রিকার দেশটি। তারপর থেকেই আলজেরিয়া সমর্থকদের রোষের মুখে পড়েন ক্যামেরুনের ফুটবল প্রশাসক এটো। সোশ্যাল মিডিয়ায় নিজের ‘হেনস্তা’র কথা তুলে ধরেছেন মাইমো। পরে অবশ্য গোটা ঘটনার জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন এটো।