shono
Advertisement

প্রো লাইসেন্স পরীক্ষায় পাশ করলেন সঞ্জয় সেন

শংকরলালের পর সঞ্জয়, আরও একজন বাঙালি পাশ করলেন প্রো লাইসেন্সের পরীক্ষায়।
Posted: 02:06 PM Jul 27, 2023Updated: 03:57 PM Jul 27, 2023

স্টাফ রিপোর্টার: শিষ্যর পর গুরু। শংকরলাল চক্রবর্তীর পর সঞ্জয় সেন (Sanjoy Sen)। আরও একজন বাঙালি পাশ করলেন কোচিংয়ের প্রো লাইসেন্সের পরীক্ষায়। ঘটনাচক্রে দু’জনই সামলেছেন মোহনবাগান ক্লাবের দায়িত্ব।

Advertisement

দীর্ঘ প্রায় পাঁচ বছরের ট্রফি খরা কাটিয়ে ২০১৫ সালে আই লিগ জয়ী হয় মোহনবাগান (Mohun Bagan)। আর সেই সাফল্যের অন্যতম কারণ ছিলেন তৎকালীন হেড কোচ সঞ্জয় সেন। তাঁর আমলে ফেডারেশন কাপও সবুজ-মেরুন তাঁবুতে ঢোকে। মোহনবাগানে সঞ্জয় সেনের সহকারী হিসাবে শংকরলাল চক্রবর্তী দীর্ঘ সময় কাজ করেছেন। শংকরলাল আগেই প্রো লাইসেন্সের পরীক্ষায় পাশ করেছেন। এবার দ্বিতীয় বাঙালি হিসাবে সেই তালিকায় নাম তুললেন সঞ্জয় সেনও। লাইসেন্সের পরীক্ষায় তাঁর সঙ্গে বসা অন্য কোচদের সঙ্গে বয়সের অনেকটা পার্থক্য হলেও তা থামাতে পারেনি সঞ্জয় সেনকে। শারীরিক সমস্যা উড়িয়ে সফলভাবে প্রো লাইসেন্সের কঠিন পরীক্ষায় পাশ করলেন তিনি। 

[আরও পড়ুন:ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আচমকা ‘ছুটি’ সিরাজের, বোলিং নিয়ে চিন্তা রোহিতদের]

 

সঞ্জয় সেনের কোচিং জীবনের শুরু ইউনাইটেড স্পোর্টসে। এরপর মহামেডান ঘুরে মোহনবাগানের কোচের পদে আসেন তিনি। বছর চারেক সবুজ-মেরুনের দায়িত্বে ছিলেন। আই লিগের পাশাপাশি আন্তোনিও লোপেজ হাবাসের সহকারী হিসাবে আইএসএলেও কাজ করেছেন সঞ্জয়। সম্প্রতি মোহনবাগানের যুব উন্নয়ন বিভাগের ডিরেক্টর ছিলেন তিনি। 

[আরও পড়ুন: চার বছর পর ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল, ভুল এড়াতে সতর্ক বিনো]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement