shono
Advertisement

নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়েই ইঙ্গিতপূর্ণ পোস্ট সঞ্জু স্যামসনের, বিচার চেয়ে সরব নেটদুনিয়া

টুইটারে ট্রেন্ডিং #JusticeForSanjuSamson।
Posted: 01:05 PM Nov 10, 2021Updated: 02:25 PM Nov 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিসিসিআই জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মাই। দেশের মাটিতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। কিন্তু ১৬ জনের সে দলে ঠাঁই হয়নি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। আর তারপরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিঃশব্দে বিশেষ বার্তা দিলেন সঞ্জু ।

Advertisement

আমিরশাহীতে (United Arab Emirates) আয়োজিত বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন। টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটিংয়ে মনোসংযোগ করতেই এই সিদ্ধান্ত নেন বিরাট। আর গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড নিশ্চিত করে যে, কোহলির উত্তরসূরি হচ্ছেন রোহিতকেই। প্রত্যাশিতভাবে সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। ঘোষিত ১৬ সদস্যের দলে রয়েছে একাধিক চমকও। আইপিএলে ভাল পারফর্ম করা একাধিক তারকা টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন। সিনিয়রদের বিশ্রাম দিয়ে দলে নেওয়া হয়েছে হর্ষল প্যাটেল, আবেশ খান, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ারদের। ভাল খেলার স্বীকৃতি পেয়েছেন কেকেআরের উঠতি তারকা ভেঙ্কটেশ আইয়ারও। কিন্তু দলে ঠাঁই হয়নি রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জুর।

[আরও পড়ুন: ‘দাবার রাজা তুমি’, বাংলার নবম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর]

টুইটারে নিজের দুর্দান্ত ফিল্ডিংয়ের তিনটি ছবি পোস্ট করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। যার মধ্যে দু’টি দেশের জার্সি গায়ে এবং একটি আইপিএলের। ছবির সঙ্গে অবশ্য কিছু লেখেননি তিনি। কিন্তু চিলের মতো ছোঁ মেরে ক্যাচ নেওয়ার দৃশ্য তুলে ধরে যেন সঞ্জু বোর্ডকে বার্তা দিতে চাইলেন, টি-টোয়েন্টিতে তিনিও ডাক পাওয়ার যোগ্য ছিলেন। তাছাড়া আইপিএলে (IPL 2021) ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। এমনকী চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল ফর্মে দেখা গিয়েছে তাঁকে।

এসব সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়নি তাঁর। বরং নির্বাচকদের নজরে পড়েছেন ঈষান কিষান। সঞ্জুর প্রতি এই ‘অবিচার’ মেনে নিতে পারছেন না নেটিজেনরাও। সোশ্যাল মিডিয়ায় তাঁর পক্ষে সুর চড়িয়েছেন সমর্থকরা। টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে #JusticeForSanjuSamson। তবে এই ‘আন্দোলন’ বোর্ডের কানে পৌঁছয় কি না, সেটাই লাখ টাকার সওয়াল।

[আরও পড়ুন: শুধু আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতাই নয়, বিরাট-রোহিতের উত্তরসূরিও তুলে আনতে পারল না শাস্ত্রীয় যুগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement