shono
Advertisement

ক্যাপ্টেনকে আউট করানোর শাস্তি? দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ শুভমান

শুভমানের বদলে কার উপরে আস্থা রোহিতের?
Posted: 06:57 PM Jan 14, 2024Updated: 07:57 PM Jan 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের অসতর্কতায় ক্যাপ্টেনকে আউট করিয়েছিলেন। সেই ভুলের খেসারতই কি দিতে হল শুভমান গিলকে (Shubman Gill)? আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে গিলকে বাদ দিয়েই খেলতে নেমেছে ভারত। তাঁর জায়গায় দলে এসেছেন যশস্বী জয়সওয়াল। তার পরই ক্রিকেটমহলে প্রশ্ন উঠছে, তাহলে কি আগের ম্যাচে অমনোযোগী আচরণের জেরেই কি প্রথম একাদশে জায়গা পেলেন না ভারতীয় ক্রিকেটের প্রিন্স? অন্যদিকে, এদিন নিজের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)। 

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকের শিশুকন্যাই পথের কাঁটা, নেলপলিশের রিমুভার খাইয়ে খুন করলেন তরুণী!]

মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন রোহিত। ১৪ মাস পরে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে রান করতে চেয়েছিলেন তিনি। কিন্তু গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার পরে দৃশ্যতই মেজাজ হারাতে দেখা যায় ভারত অধিনায়ককে। গিলের উপরে মারাত্মক রেগে গিয়েছিলেন তিনি। পরে অবশ্য নিজেকে সামলে নেন রোহিত। তবে ম্যাচের পরে নিজের হতাশা চেপে রাখতে পারেননি। সাফ জানান, এমন ঘটনায় যথেষ্ট হতাশ লাগে। 

তার পর রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছে ভার‍ত। টসের সময়েই রোহিত জানিয়ে দেন, প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তিলক বর্মা ও শুভমান গিল। তাঁদের বদলে ফিরেছেন বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। তার পরেই দানা বাঁধে বিতর্ক। যদিও অনেকের মতে, টি-টোয়েন্টি দলে এখন প্রথম পছন্দ যশস্বীই। চোট থাকার জন্যই আগের ম্যাচে খেলতে পারেননি তিনি।

অন্যদিকে, নিজের ১৫০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছেন ভারত অধিনায়ক। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছেন হিটম্যান। কোনও দেশের কোনও ক্রিকেটারই জাতীয় দলের জার্সি গায়ে এতগুলো টি-টোয়েন্টি খেলতে পারেননি। রেকর্ড গড়ার ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছেন রোহিত। 

[আরও পড়ুন: মালয়েশিয়া ওপেনে রুপো ঘরে তুলে ইতিহাস ভারতীয় জুটি সাত্বিক-চিরাগের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement