shono
Advertisement

কেপটাউনে কামাল সিরাজের, লজ্জার নজির গড়ে ৫৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

৬ উইকেট নিয়ে জীবনের সেরা পারফরম্যান্স সিরাজের।
Posted: 03:34 PM Jan 03, 2024Updated: 04:19 PM Jan 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জার হারের পর দুরন্ত কামব্যাক। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ব্যাটিং লাইনের উপর চলল ‘সিরাজ এক্সপ্রেস’। জীবনের সেরা টেস্ট পারফরম্যান্স করলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। একাই ৬ উইকেট তুলে নিলেন। মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল ডিন এলগারদের ব্যাটিং। এক সেশনের মধ্যেই শেষ হয়ে গেল প্রোটিয়া ইনিংস। টেস্ট এক ইনিংসে ভারতের বিরুদ্ধে এটাই কোনও বিপক্ষের সবচেয়ে কম স্কোর। দুটি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার।

Advertisement

সিরিজের প্রথম টেস্ট ইনিংসে হেরেছিল ভারত। পরের টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে খেলানো হয় মুকেশ কুমারকে। চোট সারিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজাও। টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। কিন্তু দক্ষিণ আফ্রিকার সেই স্ট্র্যাটেজি একেবারে ব্যর্থ করে দিলেন সিরাজ। মাত্র ৯ ওভার বল করে খরচ করেছেন ১৫ রান। তুলে নিলেন ৬টি উইকেট। তারকা পেসারের আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্যাটিং লাইন আপ। 

[আরও পড়ুন: লাগাতার ব্যর্থতার জেরে ছাঁটাই ফেরান্দো, মোহনবাগানের নতুন কোচ হাবাস]

ইনিংসের চতুর্থ ওভারেই দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন। এডেন মার্করামকে ফিরিয়ে দেন সিরাজ। তার পর থেকে কোনও ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেননি। গত ম্যাচে শতরান হাঁকানো ডিন এলগারও ফিরে যান মাত্র ৪ রানে। ব্যাটিং লাইন আপের প্রথম সাতজনের মধ্যে ৬ জনই সিরাজের শিকার। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন কাইল ভেরিনি। দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৫৫ রানে অলআউট প্রোটিয়ারা। 

বর্ণবৈষম্যের সাসপেনশন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে খারাপ পারফরম্যান্স। টেস্টের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর করার লজ্জার নজির গড়ল ডিন এলগারের দল। ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডও গড়ল তারা। 

[আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, ভাইরাল আংটি বদলের ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement