সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ওভাল বিপর্যয় দেখে আর স্থির থাকতে পারছেন না সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ভারতীয় ক্রিকেট দলকে তোপ দাগছেন তিনি। এরপরে অপেক্ষাকৃত দুর্বল দলকে মাটি ধরালেও সেই জয়ের মধ্যে কৃতিত্ব দেখছেন না সুনীল গাভাসকর।
ভারতীয় দল এর পরে ওয়েস্ট ইন্ডিজ যাবে। সেখানে গিয়ে হয়তো জিতবেও। কিন্তু তা কি টেস্ট ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেবে? ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই জয়ের মূল্য নেই বলে মনে করেন লিটল মাস্টার।
গাভাসকর ৪২ রানে অল আউট হয়ে যাওয়ার প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ”৪২ রানে ধসে গিয়েছিল ভারত, সেই দলে ছিলাম আমিও। ড্রেসিং রুমে সবাই ভেঙে পড়েছিল। আমরা প্রবল ভাবে সমালোচিত হয়েছিলাম। এই দলটা সমালোচনার ঊর্ধ্বে তা আমি বলছি না। কীভাবে ওরা আউট হয়েছে, কেন ভাল বল করতে পারেনি, কেন ক্যাচ নষ্ট করেছে, প্রথম একাদশ গঠন কি ঠিক হয়েছিল, এই সব বিষয়গুলো বিশ্লেষণ ওদেরই করতে হবে।”
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ জেতার থেকেও কঠিন আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া’, রোহিতের হয়ে ব্যাট ধরলেন সৌরভ]
এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সিরিজ। গাভাসকরের মতে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতলেও সেই সিরিজ জয়ের কোনও মূল্য নেই। লিটল মাস্টার বলছেন, ”ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও দুটো ম্যাচ রয়েছে ভেবে এই হার লুকিয়ে রাখা যাবে না। ওয়েস্ট ইন্ডিজ এখন আর ভাল দল নয়। ওখানে গিয়ে ২-০ বা ৩-০-এ হয়তো জিতবেও ভারত। তবে সেই জয়ের কোনও মূল্যই নেই কারণ ফের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে একই ভুল করলে ট্রফি জেতা সম্ভব নয়।”