সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি। বিশ্ব ক্রিকেটে মেয়েদের জয়যাত্রা অব্যাহত। তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পকেটে ভরেছে ভারতীয় দল। আর সেখানে নয়া রেকর্ড গড়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে জয়ের নজিরে তিনি এখন রানির সিংহাসনে। মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের ক্রিকেটেই সেই রেকর্ড কারও নেই।
ভারতকে ১৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। তার মধ্যে ৭৭টি ম্যাচে জিতেছেন। অর্থাৎ জয়ের শতাংশ ৫৮.৪৬। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের নজির হরমনপ্রীতের নামেই। যে রেকর্ড এতদিন ছিল ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক লেগ ল্যানিংয়ের নামে। তিনি ১০০টি ম্যাচে জিতেছিলেন ৭৬টি ম্যাচ। পাশাপাশি চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। ভারতের ঝুলিতে এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ আসেনি। কিন্তু হরমনপ্রীতের নেতৃত্বে 'ওমেন্স ইন ব্লু' যেরকম খেলছে, তাতে ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি জয়ের ব্যাপারেও আশায় বুক বাঁধছেন ভক্তরা।
মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটেও এত আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড কারও নামে নেই। ভারতীয়দের মধ্যে যেমন সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির রয়েছে রোহিত শর্মার নামে। তিনি ৬২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৯টি ম্যাচ জিতেছিলেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ৪১টি ম্যাচ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্ম অব্যাহত দীপ্তি শর্মার। টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা বোলার ১৮ রান দিয়ে ৩ উইকেট তোলেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৩৩৩। ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার এলসি পেরিকে। তাঁর উইকেট সংখ্যা ৩৩১। এই মুহূর্তে সব ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী দীপ্তি। শীর্ষে ঝুলন গোস্বামী। তাঁর উইকেট সংখ্যা ৩৫৫।
