সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোর্ডের নির্দেশ মেনে দুই মহাতারকা ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। বিজয় হাজারে ট্রফির মঞ্চ মাতিয়ে দিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার সম্ভবত ফেরার পালা। কথা ছিল দু'জনেই দু'টি করে ম্যাচ খেলবেন। আর সেই দুটি ম্যাচ খেলে কত টাকা পেলেন রোহিত-কোহলি?
বিজয় হাজারে ট্রফিতে ‘সুপারহিট’ কামব্যাক করেছিলেন দু’জনেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্সে আকাশপাতাল তফাত। শুক্রবার মুম্বইয়ের হয়ে বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হন হিটম্যান। তবে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন বিরাট। শুক্রবার দিল্লির হয়ে তাঁর ব্যাট থেকে আসে ৭৭ রান। ম্যাচের সেরাও হন তিনি।
এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। প্রথমে জানা গিয়েছিল, দু'জনেই দু'টি করে ম্যাচ খেলবেন। রোহিত সেটা করে ফেলেছেন। তবে কোহলি আরও একটি ম্যাচ খেলতে পারেন। আর ম্যাচ পিছু কত টাকা করে পাচ্ছেন তাঁরা? বোর্ডের নিয়ম অনুসারে বেতন কাঠামো অনেকটা এরকম-
সিনিয়র ক্যাটাগরি (৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ)
প্রথম একাদশ: প্রতি ম্যাচের জন্য ৬০,০০০ টাকা
রিজার্ভ: প্রতি ম্যাচ ৩০,০০০ টাকা
মিড-লেভেল ক্যাটাগরি (২১ থেকে ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ)
প্রথম একাদশ: প্রতি ম্যাচের জন্য ৫০,০০০ টাকা
রিজার্ভ: প্রতি ম্যাচের জন্য ২৫,০০০ টাকা
জুনিয়র বিভাগ (০ থেকে ২০ প্রথম শ্রেণির ম্যাচ)
প্রথম একাদশ: প্রতি ম্যাচ ৪০,০০০ টাকা
রিজার্ভ: প্রতি ম্যাচ ২০,০০০ টাকা
রোহিত-কোহলি প্রথম বিভাগে পড়েন। ফলে দুই ম্যাচে খেলে তাঁরা ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন। এর মধ্যে কোহলি দ্বিতীয় ম্যাচের সেরা হয়ে ১০ হাজার টাকা পেয়েছেন। এটা ঠিক যে, আইপিএলে খেলে তাঁরা যে পরিমাণ টাকা পান, এটা তার কাছে কিছুই নয়। তবু তাঁরা যেভাবে ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভক্তদের মুগ্ধ করেছে কোহলির আরেকটি আচরণও। গুজরাটের স্পিনার বিশাল জয়সওয়ালের বলে আউট হওয়ার পর একটি বলে সই করে দেন। বিশাল আবার সেটার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।
