সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওপারে মার খাচ্ছে হিন্দুরা। আর এপারে স্রেফ ক্রিকেট খেলে মোটা টাকা পকেটে পূরবে বাংলাদেশি! এই 'অনাচার' চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে শিরোনামে উজ্জয়নের ধর্মগুরু। উজ্জয়নের ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ একপ্রকার হুমকির সুরে বলছেন, "ওই বাংলাদেশিকে যদি বিতরণ না করা হয়, তাহলে হিন্দুত্ববাদীরা স্টেডিয়ামে ঢুকে আইপিএল বানচাল করে দেবে।"
মাশরাফি মূর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান। ঐতিহাসিকভাবে কেকেআরে বাংলাদেশি তারকাদের ‘আশ্রয়স্থল’ হিসাবে উঠে এসেছে। এ বছর রেকর্ড মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। এবার মুস্তাফিজুরকে নাইটরা কিনেছে ৯ কোটি ২০ লক্ষ টাকায়। সব ঠিক থাকলে নাইট জার্সি গায়ে খেলতেও নামবেন তাঁরা।
কিন্তু আইপিএল নিলামের পর পরিস্থিতি বদলে গিয়েছে। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। শেখ হাসিনার অপসারণ চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। যার জলজ্যান্ত উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। যা নিয়ে বাংলাদেশের গোটা ক্রিকেটমহল নীরব। যে মুস্তাফিজুর আইপিএলে মোটা টাকার বিনিময়ে খেলতে আসছেন, তিনি নিজেও গোটা হিন্দু হত্যাকাণ্ডে নীরব। একটা টুইট পর্যন্ত নেই! যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশও।
মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদীদেরও। উজ্জয়নের ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাফ বলে দিচ্ছেন, "ওই বাংলাদেশি যদি আইপিএলে খেলে তাহলে আইপিএল হতে দেব না। আমাদের ছেলেরা স্টেডিয়ামে ঢুকে গিয়ে খেলা বানচাল করে দেবে। পিচ নষ্ট করে দেবে।" যদিও আইপিএল কর্তৃপক্ষ বা কেকেআর কর্তৃপক্ষের কানে এই হুমকি পৌঁছচ্ছে কিনা, সেটা স্পষ্ট নয়।
