shono
Advertisement
PM Narendra Modi

'বাল পুরস্কার' পাওয়ার পর মোদির সঙ্গে সাক্ষাৎ বৈভবের, কী কথা হল?

পাঁচ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান 'রাষ্ট্রীয় বাল পুরস্কার'।
Published By: Arpan DasPosted: 01:10 PM Dec 27, 2025Updated: 01:10 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪। কিন্তু এই বয়সেই একের পর এক রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী। বিহারের ক্রিকেটার মাঠে নামলেই যেন ব্যাটে রেকর্ড লেখা হয়। সেই বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর মুকুটে জুড়েছে নতুন পালক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পায় বিহারের এই তরুণ তুর্কি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ বৈভবের। কী কথা হল?

Advertisement

পাঁচ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান 'রাষ্ট্রীয় বাল পুরস্কার'। আইপিএল থেকে শুরু করে ভারতের অনূর্ধ্ব ১৯ দল, রাজ্য দল বিহার-সর্বত্রই দারুণ ব্যাটিং করেছে বৈভব। অনেকেই তার মধ্যে তরুণ শচীন তেণ্ডুলকরের ছায়া দেখতে পাচ্ছেন। খেলার মাঠে একগুচ্ছ পুরস্কার জেতার পর এবার রাষ্ট্রীয় সম্মান পেল ১৪ বছর বয়সি বৈভব। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই সম্মান গ্রহণ করেছে তরুণ ব্যাটার। খেলার মাঠে দুরন্ত পারফরম্যান্সের জন্যই বৈভবের হাতে উঠল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার।

এর আগে কোনও ক্রিকেটার এই পুরস্কার জেতেনি। তবে দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবু ও বৈশালী রমেশবাবু এই পুরস্কার জিতেছিলেন। তবে শুধু বৈভব নয়, এবার আরও অনেকেই এই পুরস্কার জিতেছে। যার মধ্যে ছিল ১০ বছরের বালকও শ্রবণ সিং। পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন সীমান্তে ভারতীয় সেনার সহায় হয়ে উঠেছিল সে। ভয়ংকর যুদ্ধ পরিস্থিতিতেও নিয়মিত সেনা জওয়ানদের কাছে পৌঁছে দিয়েছিল প্রয়োজনীয় রসদ। তবে মোদির সঙ্গে বৈভবের সাক্ষাতে কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি। 

অবশ্য মোদির সঙ্গে বৈভবের এটাই প্রথম সাক্ষাৎ নয়। চলতি বছরের মে মাসে মোদির বিহার সফরের মাঝে পাটনা বিমানবন্দরে পাড়ি দিয়েছিল কিশোর বৈভব। সঙ্গে ছিল তার পরিবারও। বৈভবের হাত ধরে, কাঁধে চাপড় মেরে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি বৈভবের প্রশংসা করে বলেছিলেন “আমরা সকলেই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স মাত্র ১৪। কিন্তু এই বয়সেই একের পর এক রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী।
  • বিহারের ক্রিকেটার মাঠে নামলেই যেন ব্যাটে রেকর্ড লেখা হয়। সেই বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর মুকুটে জুড়েছে নতুন পালক।
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পায় বিহারের এই তরুণ তুর্কি।
Advertisement