সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের দল। চোটের জন্য শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে। একই ভাবে চোটের জন্য নেই শ্রেয়স আইয়ার। দলে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। উল্লেখ্য ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। যার জেরে গুয়াহাটি টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন তিনি। মাঝে অবশ্য শোনা গিয়েছিল রোহিত শর্মার নাম। একটা সম্ভাবনা ছিল যে ঋষভ পন্থকে অধিনায়ক করা হতে পারে। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ রাহুলের উপরই আস্থা রাখল বিসিসিআই। অন্যদিকে প্রত্যাশামতো ওয়ানডে দলে নেই শ্রেয়স আইয়ারও। তিনি পাঁজরে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজে। যে কারণে আইসিইউ'তে ভর্তি হতে হয়। তাঁর দলে ফিরতে এখনও মাস দুয়েক লাগবে।
বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহকে। দু'জনেই ভারতের টেস্ট দলে আছেন। হার্দিক পাণ্ডিয়া এখনও পুরো ফিট নন। দলে আছেন রুতুরাজ গায়কোয়াড়। যে কারণে মহারাষ্ট্রের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অধিনায়ক করা হয়েছে পৃথ্বী শ'কে।
রাহুল ইতিমধ্যেই ১৬টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১১টি ম্যাচ। অর্থাৎ জেতার শতকরা হার ৬৮.৭৫। এর মধ্যে ১২ ওয়ানডে’তে ৮টিতে জয় পেয়েছেন তিনি। তাঁর পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলবে। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে রাহুল ৩০২ রান করেছেন। গড় ৩৩.৫৫। স্ট্রাইক রেট ৮২.২৮। এর মধ্যে চারটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৫৮। উল্লেখ্য, ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচ রাঁচিতে। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দল:
রোহিত শর্মা
যশস্বী জয়সওয়াল
বিরাট কোহলি
তিলক বর্মা
কেএল রাহুল (অধিনায়ক)
ঋষভ পন্থ
ওয়াশিংটন সুন্দর
রবীন্দ্র জাডেজা
কুলদীপ যাদব
নীতীশ কুমার রেড্ডি
হর্ষিত রানা
রুতুরাজ গায়কোয়াড়
প্রসিদ্ধ কৃষ্ণ
অর্শদীপ সিং
ধ্রুব জুরেল
