shono
Advertisement

চোটপ্রবণ হার্দিকের বিকল্প শিবম! বোর্ড কর্তার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ভার‍তীয় ক্রিকেট

হার্দিককে কি পিছনে ফেলে দিতে পারবেন শিবম?
Posted: 05:33 PM Jan 16, 2024Updated: 05:33 PM Jan 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগে পর্যন্ত তাঁকে জাতীয় টি-২০ দলের অধিনায়ক হিসেবেই ভেবে নেওয়া হয়েছিল। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে প্রতিটি ২০ ওভারের সিরিজে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ৫০ ওভারের কাপযুদ্ধে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চোট হার্দিককে ভারতীয় দল থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট অলিন্দে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এরমধ্যে আবার আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে পরপর দুই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন শিবম দুবে (Shivam Dube)। এমন প্রেক্ষাপটে শোনা যাচ্ছে জুন মাসে আয়োজিত হতে চলা ২০ ওভারের বিশ্বকাপে (ICC T20 World Cup) নাকি চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলা শিবমের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের দাবি, তিনি নাকি অনায়াসে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ককে পিছনে ফেলে দিতে পারেন।

Advertisement

এই ইস্যু নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, “এই মুহূর্তে জাতীয় টি-২০ দলে হার্দিকের চেয়ে শিবমের পাল্লা ভারী। আফগানিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের পাশাপাশি শিবম বিহারের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচে দারুণ বোলিং করেছে। সেইজন্য ওকে আরও বোলিং করার নির্দেশ দিয়েছে টিম ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটি।” এর পর সেই কর্তা ফের বলেন, “শিবম ভালো ব্যাট করছে। তবে বোলার হিসেবে আরও উন্নতি করলে সেটা ভবিষ্যতে ওর জন্যই ভালো। হার্দিক খুব চোটপ্রবণ। হার্দিকের খুব ভাল বিকল্প হতে পারে শিবম।”

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রাত্য হলেও কোন তিনটি ইচ্ছার কথা জানালেন রাহানে?]

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরে রান তাড়া করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছেন। ৩৬ রানে ১ উইকেট নেওয়ার পর, চেজ করতে নেমে মাত্র ৩২ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন শিবম। অন্যদিকে চোট সারানোর জন্য হার্দিক এই মুহূর্তে রিহ্যাব করতে ব্যস্ত।

আফগানদের বিরুদ্ধে সিরিজের শেষে শিবমকে মুম্বইয়ের খেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্ভবত মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল তো আছেই। সেখানে মহেন্দ্র সিং ধোনির দলের এই অলরাউন্ডার নিজেকে মেলে ধরলে বিশ্বকাপের টিকিট হাতে পেতেই পারেন।

পঞ্চমবারের জন্য সিএসকে-এর আইপিএল জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন শিবম। ১৬ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। গড় ৩৮.০০। স্ট্রাইকরেট ১৫৮.৩৩। ৩টি অর্ধ শতরানের সঙ্গে মেরেছিলেন ৩৫টি ছক্কা। তবে গতবারের ক্রোড়পতি লিগে তাঁকে বল হাতে দেখা যায়নি। তবে জাতীয় দলে জায়গা পাকা করার জন্য এবার নিয়মিত বোলিং করবেন শিবম। কিন্তু হার্দিককে কি পিছনে ফেলে দেওয়া সম্ভব?

[আরও পড়ুন: ‘আমার ব্যাটিং দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন!’, টেস্ট দলে সুযোগ পেয়ে ধোনির প্রতি কৃতজ্ঞ ধ্রুব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement