সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে স্টিচ নিয়ে আইপিএলে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৫ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছেন তিনি। সেই উপলক্ষ্যে একটি বেসরকারি চ্যানেলে কোহলিকে নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জয় বাঙ্গারও (Sanjay Bangar)। তিনিই কোহলি সম্পর্কে অজানা তথ্য জানিয়েছেন।
কোহলির দৃঢ়তা নিয়ে বক্তব্য পেশ করেছেন বাঙ্গার। তিনি বলেছেন, হাতে স্টিচ নিয়ে ব্যাট করতে নামেন কোহলি। শেষমেশ সেঞ্চুরি করে থেমেছিলেন তিনি। বাঙ্গার বলেন, ”আমার একটি ম্যাচের কথা মনে পড়ছে। সম্ভবত কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলাটা ছিল। স্টিচ নিয়ে খেলে ১৫ ওভারের ম্যাচে সেঞ্চুরি করেছিল কোহলি।”
[আরও পড়ুন: মেসির স্ট্যাচু রাখা হবে কনমেবলের মিউজিয়ামে, বিশ্বকাপ জয়ের উদযাপন চলছেই]
২০১৬ সালের ম্যাচের উল্লেখ করেছেন বাঙ্গার। সেই বছরটাই সেরা গিয়েছিল কোহলির। ১৬টি ইনিংস থেকে ৯৭৩ রান করেছিল বিরাট।
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা ছিল বৃষ্টি বিঘ্নিত। প্রথমে ব্যাট করে আরসিবি ১৫ ওভারে তিন উইকেটে ২১১ রান করে। কোহলি ও ক্রিস গেইল ওপেনিং জুটিতে ১৪৭ রান জোড়েন। কোহলি ৫০ ডেলিভারিতে ১১৩ রান করেন। সন্দীপ শর্মার বলে শেষমেশ আউট হয়ে যান কোহলি। জবাবে রান তাড়া করতে নেমে ১৪ ওভারে পাঞ্জাব করে ৯ উইকেটে ১২০ রান। ৮২ রানে ম্যাচ জেতে আরসিবি।