shono
Advertisement

নেতা ধোনির এই রেকর্ডটি কখনওই ভাঙতে পারবেন না ক্যাপ্টেন কোহলি

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড গড়তে না পারলেও বেঙ্গালুরুতে হারের বদলা নিতে মরিয়া বিরাটের টিম ইন্ডিয়া। The post নেতা ধোনির এই রেকর্ডটি কখনওই ভাঙতে পারবেন না ক্যাপ্টেন কোহলি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:26 PM Feb 27, 2017Updated: 09:56 AM Feb 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের তিন ফর্ম্যাটেই মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় বিরাট কোহলিকে। প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞমহল, সকলের ভরসা রাখতেই সফল হয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেটের আইকন। নেতৃত্ব হোক বা ব্যাট হাতে, দলকে কোনও কিছুতেই হতাশ করেননি তিনি। টানা ৬টি টেস্ট সিরিজে অপরাজিত থেকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, ধোনির আসনে তিনিই যোগ্য উত্তরসূরি। কিন্তু পুণেতে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে দুরমুশ হওয়ার পর ছবিটা কিঞ্চিৎ পাল্টে গেল। পরিসংখ্যান জানিয়ে দিল, অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন কুলের পিছনেই রয়ে গেলেন কোহলি।

Advertisement

(ঝাড়খণ্ডের হয়ে ইডেনে শতরান ধোনির, জেতালেন দলকে)

টেস্টের একটি বিশেষ রেকর্ডে আর কখনওই মাহিকে পিছনে ফেলতে পারবেন না বিরাট। কী সেই রেকর্ড? দেশের মাটিতে টেস্টে কখনও অজিবাহিনীর কাছে পরাস্ত হয়নি ধোনির টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট আটটি ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে ধোনিবাহিনীর। শনিবার পুণেতে ঘূর্ণি পিচে অজি স্পিনারদের সামনে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। জয়ের সমস্ত কৃতিত্ব অস্ট্রেলিয়াকেই দিয়েছিলেন ভারত নেতা। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশকে ধরাশায়ী করতে পারলেও বিরাটের বিজয় রথের চাকা আটকে গিয়েছিল স্টিভ স্মিথদের বিরুদ্ধে। আর সেই সঙ্গে ধোনির রেকর্ড ভাঙার স্বপ্ন অধরাই থেকে গেল তাঁর।

(কোহলিদের পাশে দাঁড়ালেন শচীন, তবে সমালোচনায় গাভাসকর)

২০০৮-০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ২-০-তে জিতেছিল ধোনিবাহিনী। ২০১০-১১-তেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ২০১২-১৩ সালে কুকবাহিনীকে ৪-০ হোয়াইটওয়াশ করেছিল ধোনি অ্যান্ড কোম্পানি। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড গড়তে না পারলেও বেঙ্গালুরুতে হারের বদলা নিতে মরিয়া বিরাটের টিম ইন্ডিয়া।

The post নেতা ধোনির এই রেকর্ডটি কখনওই ভাঙতে পারবেন না ক্যাপ্টেন কোহলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement