shono
Advertisement

কেপটাউনে বিরাট জয় ভারতের, WTC পয়েন্ট তালিকায় কোথায় টিম ইন্ডিয়া?

জেনে নিন ভারতের অবস্থান।
Posted: 08:16 PM Jan 04, 2024Updated: 08:18 PM Jan 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরিয়নে হতশ্রী হারের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের  (২০২৩-২৫) পয়েন্ট তালিকায় রদবদল ঘটেছিল। সেঞ্চুরিয়নের হারের পরে ভারত পয়েন্ট তালিকায় নেমে গিয়েছিল ছনম্বরে।
কেপটাউনে ঘুরে দাঁড়ানোয় ভারত (Indian Cricket Team) আবার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল। প্রথম টেস্ট ম্যাচে ভারতকে হারানোর ফলে পয়েন্ট তালিকায় এক নম্বরে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team)। দ্বিতীয় টেস্ট হারের ফলে দুনম্বরে পৌঁছয় প্রোটিয়া ব্রিগেড। ভারত শীর্ষে। 
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত খেলেছে চারটি টেস্ট। জিতেছে দুটিতে। একটি ম্যাচে হেরেছে এবং একটিতে ড্র করেছে। ভারতের সংগ্রহে ২৬ পয়েন্ট।
ভারতের পরেই দক্ষিণ আফ্রিকা। তিনে নিউজিল্যান্ড, চারে অস্ট্রেলিয়া। পাকিস্তান (ষষ্ঠ) রয়েছে বাংলাদেশেরও (পঞ্চম স্থান) পরে।  

Advertisement

[আরও পড়ুন: ধোনিকে ছুঁয়ে ইতিহাস গড়লেও খুশি নন রোহিত! কিন্তু কেন?]

কেপটাউনে ভারতের জয়ের পিছনে অবদান রয়েছে দুই পেসারের। প্রথম ইনিংসে বিস্ফোরণ ঘটান মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ভাঙেন জশপ্রীত বুমরাহ। সবচেয়ে ‘ছোট’ টেস্ট ম্যাচ হিসেবে নজির গড়ল কেপটাউনের ভারত-দক্ষিণ আফ্রিকা ব্যাট-বলের লড়াই। ভারতের সাফল্যকে ছোট করে না দেখে বলে দেওয়াই যায়, মাত্র দেড় দিনে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, তা মোটেও ভালো বিজ্ঞাপন নয়। 

 

[আরও পড়ুন: আইসিসির ওয়ানডে বর্ষসেরা মনোনয়ন, চার ক্রিকেটারের মধ্যে তিনজনই ভারতীয় ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement