shono
Advertisement

অদিতির পর তেজস, তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ফলাচ্ছে ভারত

পরপর তিন সোনা ভারতের।
Posted: 10:16 AM Aug 06, 2023Updated: 10:16 AM Aug 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) সোনা ফলাচ্ছে ভারত। একের পর এক নজির গড়ছেন ভারতের তিরন্দাজরা। মহিলাদের ইভেন্টে অদিতি গোপীচাঁদ স্বামীর পর একইদিনে বিশ্ব তিরন্দাজি চ‌্যাম্পিয়নশিপে পুরুষদের ব‌্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা জিতলেন ভারতের ওজাস দেওতালে।

Advertisement

পুরুষদের কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ওজাস হারান পোল‌্যান্ডের লুকাস প্রিবিলিস্কিকে। শুধু তাই নয়, ফাইনালে নিখুঁত ১৫০ পয়েন্ট স্কোর করেছেন তিনি। দুর্দান্ত লড়াই করেছেন তাঁর পোলিশ প্রতিদ্বন্দ্বীও। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেননি। শেষ পর্যন্ত খেলার ফল ১৫০-১৪৯। অর্থাৎ মাত্র এক পয়েন্টে জিতেছেন ওজাস।

[আরও পড়ুন: সমনাম বিভ্রাট! বিনা দোষে ৮ মাস জেলেবন্দি যুবক, লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার]

এর আগে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হয় ১৭ বছরের অদিতি গোপীচন্দ স্বামী (Aditi Gopichand Swami)। ফাইনালে টানটান লড়াইয়ে মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে হারায় অদিতি। ১৪৯-১৪৭ ব্যবধানে জেতে ভারতের ১৭ বছর বয়সি তিরন্দাজ। অদিতির পর প্রথম পুরুষ হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ওজাস।

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে দেড় বছরে এডস আক্রান্ত ৬০ প্রসূতি, শোরগোল যোগীরাজ্যে]

শুক্রবারই মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে দলগত বিভাগে চ‌্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। এদিকে, মহিলাদের দলগত ইভেন্টে সোনা জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানান রাজ্যের মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি টুইটে জানিয়েছেন,‘‘ভারতীয় তিরন্দাজিতে ঐতিহাসিক মুহূর্ত। বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ‌্যাম্পিয়নশিপে প্রথমবার কম্পাউন্ড ইভেন্টে সোনা জেতার জন‌্য জ্যোতি সুরেখা, প্রণীত কৌর ও অদিতি গোপীচাঁদ স্বামীকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের সাফল্যে আমাদের হৃদয় গর্বিত। তোমরা শুধু বিশ্বচ‌্যাম্পিয়নশিপে চ‌্যাম্পিয়ন হয়েছ তা নয়, একইসঙ্গে সকলের অনুপ্রেরণাও।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement