স্কোরবোর্ড: অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) ৪৬৯ (হেড ১৬৩, স্মিথ ১২১, সিরাজ ৪/১০৮)
ভারত (প্রথম ইনিংস) ১৫১/৫ (জাদেজা ৪৮, রাহানে অপরাজিত ২৯)
দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ৩১৮ রানে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার হাতেই ম্যাচের রাশ। একথা বললেও অত্যুক্তি করা হবে না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা এই ভারতের। দিনের শেষে স্কোর বোর্ড বলছে, ভারতের রান পাঁচ উইকেটে ১৫১। ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে (২৯) এবং ভরত (৫)।
ভারতের তারকা ব্যাটসম্যানরা যে এভাবে আত্মসমর্পণ করবেন, তা কি কেউ ভাবতে পেরেছিলেন?
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিরা একে একে ফিরে গেলেন। চেতেশ্বর পূজারা কাউন্টি খেলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে। বিলেতের জল হাওয়ার সঙ্গে দারুণ পরিচিত। আসল সময়ে তাঁর ব্যাট বোবা থেকে গেল।
রোহিত শর্মা ছন্দে নেই। আপিএলের সময়তেই তাঁকে নিয়ে সমালোচনা চলছিল। এদিন অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রানের জবাব দিতে নেমে তিনি ফিরলেন মাত্র ১৫ রানে। শুভমান গিল আইপিএল কাঁপিয়েছেন। অরেঞ্জ ক্যাপ-সহ একাধিক পুরস্কার জিতে নিয়েছেন তিনি। কিন্তু বিলেতে যেখানে বল উইকেটের দু’ পাশে মুভ করে, সেখানে তিনি ব্যর্থ। তাঁকে শিক্ষানবিশের পর্যায়ে নিয়ে গিয়ে বোল্ড করেন বোল্যান্ড। তাঁর আগে অবশ্য কামিন্স এলবিডব্লিউ করেন রোহিতকে।
চেতেশ্বর পূজারার আউট হওয়ার ধরন দেখে মনে হওয়াই স্বাভাবিক তাঁর স্টাম্প কোথায়, সেই খোঁজই তিনি রাখেন না।
মিচেল স্টার্কের ওরকম চকিতে উঠে আসা বলটা কোহলিকে ফেরত পাঠায় প্যাভিলিয়নে। যন্ত্রণাকাতর কোহলির প্রতিক্রিয়া বলে দিচ্ছিল, তিনি ব্যথিত। ভারতের রান তখন ৪ উইকেটে ৭১।
ধুঁকছে টিম ইন্ডিয়ার অতলান্ত ব্যাটিং অর্ডার। এই সময়ে ম্যাচে ফেরার চেষ্টা চালান অজিঙ্কে রাহানে এবং রবীন্দ্র জাদেজা। এসব ক্ষেত্রে জাদেজা চিরকালই ভাল খেলেন। এদিন তিনি ও রাহানে ৭১ রান জোড়েন। জাদেজা যখন পঞ্চাশের দোরগোড়ায়, ঠিক তখনই নাথান লিয়নের ডেলিভারিটা তাঁর ব্যাট ছুঁয়ে স্লিপে স্মিথের হাতে জমা পড়ে।
প্রথম দিনের শেষে হেড ও স্মিথ ভারত অধিনায়কের মাথাব্যথা বাড়িয়েছিলেন। হেড প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই স্মিথও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন। তাঁর সেঞ্চুরি প্রশংসিত হয়। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি পর্যন্ত বলছিলেন, কোহলিকে প্রেরণা জোগাবে স্মিথের এই সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের আদর্শ সেঞ্চুরি বলতে যা বোঝায়, সেটাই করেছেন স্মিথ। কোহলি কিন্তু ওভালে স্মিথ হতে পারলেন না। অন্যদিকে হেডও ভারতীয় বোলারদের আক্রমণের রাস্তা নেন। মহম্মদ শামি-মহম্মদ সিরাজরা অবশ্য ভারতকে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা করেন। ব্যক্তিগত ১৬৩ রানে হেডকে আউট করেন সিরাজ। স্মিথ শার্দূল ঠাকুরের শিকার। ক্যামেরন গ্রিন বেশিক্ষণ টিকতে না পারলেও অ্যালেক্স ক্যারি প্রযোজনীয় ৪৮ করে যান। অস্ট্রেলিয়ার টেলএন্ডাররা অবশ্য পাঁচশো পর্যন্ত পৌঁছে দিতে পারেননি দলকে। ৪৬৯ রানে শেষ হয়ে যায় অঝিদের প্রথম ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সফল মহম্মদ সিরাজ। তিনি চারটি উইকেট নেন। শামি এবং শার্দূল ঠাকুর ২টি করে উইকেট নেন।
কেমন গেল ওভালের দ্বিতীয় দিন? দেখে নিন একনজরে।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান পাঁচ উইকেটে ১৫১। ক্রিজে রয়েছেন রাহানে ২৯ এবং ভরত ৫। ভারত এখনও ৩১৮ রানে পিছিয়ে।
নাথান লিয়নের শিকার রবীন্দ্র জাদেজা। ব্যক্তিগত ৪৮ রানে ফিরতে হল তাঁকে। জাদেজা ও রাহানে ৭১ রান জোড়েন। লিয়নের বলে খোঁচা মেরে স্লিপে স্মিথের হাতে ধরা পড়লেন জাদেজা। ভারত ৫ উইকেটে ১৪২।
দুরন্ত অজি বোলিংয়ের বিরুদ্ধে লড়ছেন জাদেজা ও রাহানে। ভারতের রান ৪ উইকেট হারিয়ে ১০০। রাহানে ১৭ রানে অপরাজিত। জাদেজা ব্যাটিং করছেন ২০ রানে।
ভাগ্য সহায় অজিঙ্কে রাহানের। কামিন্সের বল তাঁর প্যাড ছুঁয়ে চলে যায়। অবধারিত আউট। কিন্তু কামিন্স ওভারস্টেপ করায় সেই যাত্রায় বেঁচে যান রাহানে।
বড় ধাক্কা ভারতীয় শিবিরে। মিচেল স্টার্কের হঠাৎই উঠে আসা একটি বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ধরা পড়লেন কোহলি। মাত্র ১৪ রানে ফিরলেন মিস্টার ইন্ডিয়া। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ভারত আরও চাপে। ভারতের ভরসা এখন রাহানে ও জাদেজা।
কোহলি ও পূজারার উপরে নির্ভর করছিল সব। কিন্তু গ্রিনের বল ছাড়তে গিয়ে বোল্ড হলেন পূজারা। মাত্র ১৪ রান করেন তিনি। ভারত প্রবল চাপে। ৩ উইকেট হারিয়ে ৫০।
চা বিরতিতে ভারতের রান ২ উইকেটে ৩৭। ক্রিজে রয়েছেন পূজারা ৩ এবং কোহলি ৪। ম্যাচের উপরে জাঁকিয়ে বসেছে অস্ট্রেলিয়া।
ভারত এখন তাকিয়ে বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার দিকে। কামিন্স ও বোল্যান্ড আগুন ঝরাচ্ছেন ওভালের পিচে।
আবার ধাক্কা খেল ভারত। স্টক বোল্যানের দুরন্ত ডেলিভারিতে ছিটকে গেল শুভমান গিলের স্টাম্প। আইপিএলে দারুণ সফল গিল ফিরলেন ১৩ রান করে। ২ উইকেট হারিয়ে ভারতের রান ৩০।
অধিনায়ক ফেরালেন অধিনায়ককে। কামিন্সের বলে এলবিডব্লিউ হলেন রোহিত শর্মা। ভারত হারাল প্রথম উইকেট। হিটম্যানের নামের পাশে লেখা থাকল ১৫ রান। ৩০ রানে প্রথম উইকেট হারাল ভারত।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস-৪৬৯ (হেড ১৬৩, স্মিথ ১২১, সিরাজ ৪/১০৮)
আবার সিরাজ। কামিন্সকে ফেরালেন তিনি। মাত্র ৯ রান করেন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়া থামল ৪৬৯ রানে।
ভারতীয় বোলারদের মধ্যে সফল মহম্মদ সিরাজ। ১০৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন তিনি। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে তিনিই সফল।
সিরাজ ফের আঘাত হানেন। নাথান লিয়নকে বোল্ড করেন তিনি। ৯ রানে আউট হন অজি স্পিনার। অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ৪৬৮।
লাঞ্চের পর চটজলদি রান তুলে অস্ট্রেলিয়া টপকে গেল ৪৫০ রান। কিন্তু জাদেজা ফেরালেন ক্যারিকে। ৪৮ রানে এলবিডব্লিউ হন তিনি। পঞ্চাশ করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ৪৫৪।
লাঞ্চের সময় অস্ট্রেলিয়ার রান সাত উইকেটে ৪২২। ক্রিজে রয়েছেন ক্যারি ২২ এবং কামিন্স ২।
রান আউট হন স্টার্ক। অক্ষর প্যাটেলের ডাইরেক্ট থ্রোতে আউট হন তিনি। স্টার্ক করেন মাত্র ৫ রান। অস্ট্রেলিয়ার রান সাত উইকেটে ৪০২।
৪০০ রান করল অস্ট্রেলিয়া। ১০৩ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৪০০। ক্রিজে অ্যালেক্স ক্যারি ১৩ এবং মিচেল স্টার্ক ৪।
৯৮.১ ওভার-দুরন্ত ছন্দে থাকা স্টিভ স্মিথকে ফেরালেন শার্দূল ঠাকুর। ১২১ রান করে শার্দূলের বলে বোল্ড হন স্মিথ। অজিদের রান ৩৮৭/৬। ক্রিজে এখন স্টার্ক এবং ক্যারি।
৯৪.২ ওভার- মহম্মদ শামি ফের আঘাত হানেন। এবার শামি ফেরালেন ক্যামেরন গ্রিনকে। ৭ বলে ৬ রান করেন অজি ব্যাটার। শুভমান গিলের হাতে ক্যাচ দেন গ্রিন। অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৩৭৬। দ্রুত দু’ উইকেট ফেলে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করছে।
৯২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৩৬৭ রান। স্মিথ অপরাজিত ১১০, গ্রিন অপরাজিত ৬।
৯১.৬ ওভার-সিরাজের বলে রান নেননি গ্রিন। লেন্থ বল করেন সিরাজ। মিড উইকেটে খেলেন তিনি। ৯১.৫ ওভার-সিরাজ বাউন্ডার দেন গ্রিনকে। ডাক করেন এই অজি ব্যাটার।
৯১.৫ ওভার-সিরাজ বাউন্ডার দেন গ্রিনকে। ডাক করেন এই অজি ব্যাটার।
৯১.৪ ওভার-সিরাজের বল স্ক্যোয়ার লেগে ঠেলে দু’ রান নেন গ্রিন।
৯১.৩ ওভার-সিরাজের বলে রান নেননি গ্রিন। মিড অনে খেলেন অজি ব্যাটসম্যান।
৯১.২ ওভার-সিরাজের বলে বাউন্ডারি মারেন গ্রিন। চার মেরে খাতা খোলেন তিনি।
৯১.১ ওভার-সিরাজের বলে ভরতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেড। ১৬৩ রানে ফিরলেন বাঁ হাতি অজি ব্যাটসম্যান। প্রথম বলেই সিরাজের শিকার উইকেটে জমে যাওয়া হেড। অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৩৬৭।
৮৯ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৩৪৫। স্মিথ অপরাজিত ১০৫, হেড অপরাজিত ১৫৩।
৮৮.৬ ওভার-শামির বলে রান নেননি স্মিথ।
৮৮.৫ ওভার-শামির বলে এক রান নেন স্মিথ।
৮৮.৪ ওভার-শামির বলে রান নেননি স্মিথ।
৮৮.৩ ওভার -শামির বলে এক রান নিলেন হেড।
৮৮.২ ওভার-শামির বলে বাউন্ডারি মেরে হেড দেড়শো রান করেন।
৮৮.১ ওভার-শামির বলে রান নেননি হেড।
৮৫.২ ওভার-সিরাজের বলে চার মারলেন স্মিথ।
৮৫.১ ওভার-সিরাজের বলে ১ রান নিলেন হেড।