shono
Advertisement

Breaking News

Srabanti Chatterjee

যৌনাঙ্গে ইঁদুর! পুরাণ প্রসঙ্গ টেনে ধর্ষণের শাস্তি নিয়ে বিস্ফোরক শ্রাবন্তী

ভয়ানক ছবি শেয়ার করলেন অভিনেত্রী!
Published By: Suparna MajumderPosted: 08:05 PM Aug 23, 2024Updated: 08:15 PM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর কড়া প্রতিবাদ করেছেন। টলিউড তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছেন, "সিনেপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।" (Justice for RG Kar) এবার ইনস্টা স্টোরিতে বিস্ফোরক বার্তা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

Advertisement

ইনস্টাগ্রামে শ্রাবন্তী যে ছবিটি শেয়ার করেছিলেন। তাতে গারদের পিছনে এক ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। তার নিম্নাঙ্গে রাখা খাঁচা এবং তাতে রয়েছে একটি ইঁদুর। তীক্ষ্ণ দাঁতে বন্দির যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে দিয়েছে ইঁদুরটি। রক্তে ভেসে যাচ্ছে তার শরীর। ছবিতে লেখা, "তোমাদের মধ্যে কতজনের মনে হয় এটা ধর্ষণের উপযুক্ত শাস্তি? ধর্ষণের এই শাস্তি রয়েছে গরুড় পুরাণে।"

[আরও পড়ুন: ক্যানভাসে প্রতিবাদ! RG Kar ঘটনার বিচার চেয়ে ছবি আঁকলেন অভিনেতা লোকনাথ দে ]

সম্প্রতি জাতীয় পুরস্কারের ঘোষণা হয়েছে। তাতেই সেরা বাংলা ছবি হয়েছে ‘কাবেরী অন্তর্ধান’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। জাতীয় পুরস্কার পেয়ে কৃতজ্ঞতাও জানিয়েছেন। কিন্তু এত খুশির খবরেও নায়িকার মনে বিষাদ। কোনও সেলিব্রেশন হয়নি। 

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, মহিলা হিসেবে আর জি কর হাসপাতালের (RG Kar Incident) তরুণী চিকিৎসকের এমন পরিণতি তিনি মেনে নিতে পারছেন না। তাঁকেও নানা সময়ে সোশাল মিডিয়ায় ট্রোল হতে হয়ে। এটাও তো এক ধরনের নির্যাতন। “মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে আর! আমরা ভালোভাবে বাঁচব কি করে?” বলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে আরও একটি বার্তা শেয়ার করেছেন শ্রাবন্তী। তাতে আবার লেখা,"বেটা পড়াও, বেটি বাঁচাও।"অর্থাৎছেলেদের শিক্ষা দিয়ে মেয়েদের বাঁচান।

 

[আরও পড়ুন: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কত বয়স পর্যন্ত টিকা নেওয়া সম্ভব? জানালেন বিশেষজ্ঞ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর কড়া প্রতিবাদ করেছেন।
  • তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছেন, "সিনেপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।"
  • এবার ইনস্টা স্টোরিতে বিস্ফোরক বার্তা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Advertisement