shono
Advertisement

ইদে একফ্রেমে সৃজিত-মিথিলা, বিচ্ছেদের গুঞ্জনে ইতি টেনে পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় দম্পতি

ছবি পোস্ট করে নিন্দুকদের মুখে ছাই দিলেন দম্পতি।
Posted: 10:27 AM Jun 30, 2023Updated: 01:22 PM Jun 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নো ব্রেকআপ, নো বিচ্ছেদ! পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় বসে যেন এমনটাই জানিয়ে দিলেন সৃজিত-মিথিলা। নিন্দুকদের মুখে ছাই ফেলে ইদের সন্ধ্য়ায় সিজলারসের ধুয়োয় ভেসে গেলেন দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লিখলেন, ইদের ডিনার মোকাম্বোতে।

Advertisement

“বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নাকি সৃজিত মুখোপাধ্যায়ের ঘর ভাঙছে!…”, সপ্তাহ খানেক ধরেই এমন গুঞ্জনে তোলপাড় দুই বাংলা। টলিউডের অন্দরে যেমন কানাঘুষোর অন্ত নেই, তেমনই পদ্মাপারেও শোরগোল। সত্যিই কি রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে ঘর ভাঙছে পরিচালকের? সুইৎজারল্যান্ড থেকে ফিরেই এপ্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন মিথিলা।

সৃজিতের সঙ্গে তাঁর বিয়ে বাঙার খবর যে সর্বৈব মিথ্যা এবং রটনা ছাড়া কিছুই নয়, সাফ জানিয়ে দেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, একজন শিল্পীর কাজের থেকেও তাঁর ব্যক্তিগতজীবন নিয়ে বেশি আলোচনা হয় বর্তমানে। মিথিলার মন্তব্য, “একটা মিথ্যে জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, ভেবে অবাক লাগে। এত ভাল ভাল কাজ করি, সেগুলি নিয়ে কিছু লেখাও হয় না। যে যেভাবে পারছে, মনগড়া কথা লিখে যাচ্ছে। এসব নিয়ে মাথা ঘামাই না। দিনের শেষে মিথ্যে মিথ্যেই থাকে।”

[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]

এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। সৃজিতের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরের গুঞ্জনে এতটাই বিরক্ত তিনি যে, এও বলেন, “তারকারা গসিপ নিয়ে মাথা ঘামায় না। কারণ সত্যি-মিথ্যে কোনটা, সবাই তা জানে। আমার পরিবার, চাকরি, অভিনয় এসব নিয়েই আমার দিনরাত্রি। অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না।”

এই অবশ্য প্রথমবার নয়। এর আগেও সৃজিত-মিথিলার বিবাহ বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। তবে সেসব জল্পনা উড়িয়ে দিব্যি বছর চারেক ধরে সংসার করছেন তারকা দম্পতি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও এখন একের পর এক কাজ করে চলেছেন সৃজিত। এদিকে কাজের সূত্রেই মিথিলাকে অনেকটা সময় কাটাতে হয় বাংলাদেশে। তবে দু’জন দু’দেশে সময় কাটালেও তাঁদের সম্পর্কে যে কোনওরকম চিড় ধরেনি, তা স্পষ্ট করে দিলেন রফিয়াত রশিদ মিথিলা।

[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement