সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৩ বছর পর বড় পর্দায় ফিরছেন উত্তমকুমার (Uttam Kumar)। সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে! হ্যাঁ, আবার স্ক্রিনে ফুটে উঠবে ‘স্টারিং উত্তমকুমার’। কী করে সম্ভব? হ্যাঁ, তারই প্রমাণ পাওয়া গেল ২৪ জুলাই উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে। সেখানেই গোটা টিম নিয়ে নতুন ছবি অতিউত্তমের টিজার প্রকাশ্য়ে আনলেন সৃজিত। প্রথম ঝলকেই সৃজিত বুঝিয়ে দিলেন একেবারে অন্যরকম ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক।
একটু খোলসা করে বলুন। ‘‘এই ছবির একটি চরিত্র উত্তমকুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তর কাছে আসেন তিনি। এবং এই ভক্তর জীবনের এক প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস। এবং উত্তমকুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং উত্তমকুমার স্বয়ং অভিনয় করেছেন। অর্থাৎ উত্তম-অভিনীত চরিত্রের নানান ফুটেজ জুড়ে একটা চরিত্র নির্মাণ করা হয়েছে। এই ছবিতে ভিএফএক্স-এর দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিত্রনাট্য লিখতে আমার তিন বছর লেগেছে। যা যা সংলাপ বা ছবির চলন ইত্যাদি মাথায় রেখে ব্যাক ক্যালকুলেট করে আমাকে চিত্রনাট্য লিখতে হয়েছে।’’ বলছেন পরিচালক।
[আরও পড়ুন: যৌনদৃশ্যে গীতাপাঠ, ‘ওপেনহাইমার’-এ সেন্সরের কাঁচি! অনুরাগ ঠাকুরের মন্তব্যে তুঙ্গে জল্পনা]
ছবির অন্যান্য চরিত্রে কারা রয়েছেন? সৃজিত জানাচ্ছেন, নতুন কিছু মুখকে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সৃজিতের ‘এক্স ইক্যুয়ালটু প্রেম’ খ্যাত অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। টেলিভিশন খ্যাত অভিনেত্রী রোশনি ভট্টাচার্যর এটাই প্রথম সিনেমা হতে চলেছে। এছাড়া ভিডিও জকি জিনা তরফদার এই ছবিতে অভিনয় করেছেন। উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে। এছাড়া লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখ। চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই ছবি।
[আরও পড়ুন: ‘ক্ষমতায় এসে সনাতন হিন্দুদের জন্য বহু কাজ করেছেন’, মোদির প্রশংসা ‘সীতা’ দীপিকার মুখে]