shono
Advertisement

জমা জলেই বিপত্তি! ডেঙ্গু আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায়

জল্পনায় সিলমোহর। মন খারাপের খবর দিলেন পরিচালক।
Posted: 12:22 AM Aug 20, 2023Updated: 11:10 AM Aug 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালকের পোস্টে আগেই অনুমান করা হয়েছিল যে তিনি ডেঙ্গু আক্রান্ত। শেষমেশ সেই জল্পনাতেই সিলমোহর। নিজের পরিচালিত অটোগ্রাফ ছবির গানের ছন্দে নিজেই জানালেন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর।

Advertisement

সৃজিতের পোস্টে মন খারাপ অনুরাগীদের। প্রসঙ্গত, বুধবার হঠাৎই ফেসবুকে সৃজিত লিখলেন, “অন্ধকার নামছে, খুব অন্ধকার…”। টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রবল জ্বরে ভুগছেন সৃজিত। সম্ভবত ডেঙ্গু হয়েছে বলে জল্পনা হয়েছে। নতুন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পর থেকেই জ্বরে নাকি কাহিল পরিচালক। শোনা গিয়েছে, এই ছবির অল্প শুটিংয়ের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গে নাকি যাওয়ার কথা ছিল ছবির টিমে। পরিচালকের শরীর এতটাই খারাপ যে, শুটিং শিডিউল বাতিল করতে হয়েছে। আপাতত, চিকিৎসকের কথায়, বিশ্রামেই রয়েছেন তিনি।

এর আগে ফেসবুকে পোস্ট করে সৃজিত লিখেছিলেন, “সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য।” চিকিৎসক বলেছেন, আমার ফেসবুক ও টুইটার অ্য়াকাউন্টের মতো আমার হৃদয়েও কোনও ব্লক নেই। সৃজিতের এই পোস্ট দেখে অনেকেই অনুমান করেছেন হয়তো কোনও কারণে অসুস্থ বোধ করেছিলেন সৃজিত। সেই কারণেই চিকিৎসকের পরামর্শ। তবে এই নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।

তবে পরিচালকের ডেঙ্গু হয়েছে বলেই অনুমান করা হয়েছিল দিন কয়েক আগে। তিনি ডেঙ্গু টেস্ট করিয়েছিলেন এবং শনিবার তা পজিটিভ আসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement