সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীকান্ত ও রাজলক্ষ্মী। সাহিত্যপ্রেমী বাঙালির সম্পদ এই দুই চরিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমের ছোঁয়ায় তৈরি হওয়া এই চরিত্রগুলি বাঙালির মনের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। পাঠকের প্রিয় এই চরিত্র দু’টিকে ‘শ্রীকান্ত’ সিরিজে নতুনভাবে নিয়ে এসেছেন পরিচালক সানি ঘোষ রায়। যেখানে শ্রীকান্ত হয়েছেন ঋষভ বসু (Rishav Basu)। আর সোহিনী সরকার (Sohini Sarkar) হয়েছেন তাঁর রাজলক্ষ্মী। অভয়ার ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)।
পুরোনো ভালবাসা নতুন করে খুঁজে পাওয়ার গল্প বলতে চেয়েছেন পরিচালক। সেই সূত্র ধরেই শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর আলাপ। গল্পের পরতে পরতে রয়েছে ভালবাসার কাহিনি। আবার সেখানেই রয়েছে অবিশ্বাসের অভিশাপ। এই অভিশাপেই বিষাক্ত হয়ে ওঠে শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর প্রেম। আসে অভয়ার চরিত্র।
[আরও পড়ুন: ‘আর চুপ থাকা যাচ্ছে না!’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উদ্বাস্তুদের নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা]
মিউজিক্যাল হিসেবেই নতুন এই সিরিজ তৈরি করেছেন পরিচালক। সোহিনী, ঋষভ, মধুমিতা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গায়ত্রী সরকার, অঙ্গনা রায়, জুন মালিয়া, সুকৃত সাহা। ১৪ এপ্রিল থেকে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে দেখা যাবে ‘শ্রীকান্ত’।
উল্লেখ্য, এর আগে সোহিনীর সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন ঋষভ। ‘মহাভারত ২’ নাটকে সোহিনী হয়েছিলেন দ্রৌপদী। আর ঋষভ অভিনয় করেছিলেন অভিমন্যুর ভূমিকায়। অর্থাৎ মা ও ছেলের ভূমিকায় ছিলেন দু’জন। ‘শ্রীকান্ত’ সিরিজে তাঁরা হয়েছেন প্রেমিক-প্রেমিকা। তবে তাতে বিশেষ অসুবিধা হয়নি। নিজেদের স্বাভাবিকত্বকে রসদ করেই জনপ্রিয় চরিত্রকে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দুই অভিনেতা।