shono
Advertisement

স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

৩১ আগস্টের মধ্যে আবেদন করতে ভুলবেন না৷ The post স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Aug 10, 2019Updated: 03:49 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ৷ স্টাফ সিলেকশন কমিশনে মাল্টি টাস্কিং স্টাফ, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক-সহ একাধিক শূন্যপদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে৷ মোট ১৩৫০জন কর্মীকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে৷ আগ্রহী প্রার্থীকে আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে৷

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
২. সর্বোচ্চ স্নাতক প্রার্থীদের আবেদন গ্রাহ্য৷
৩. হিন্দি, ইংরাজি এবং বাংলা ভাষায় অবশ্যই পড়া এবং লিখতে পারার যোগ্যতা থাকা বাঞ্ছনীয়৷

[আরও পড়ুন: ডাক বিভাগে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানা তো?]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ ১ আগস্ট, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩০ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য হবে৷ এছাড়াও তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা সাধারণের চেয়ে ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে অন্তত ৩ বছর ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি:
https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন৷ আবেদনকারীকে ব্যাংকে ১০০টাকা ফি হিসাবে জমা দিতে হবে৷ ব্যাংকে টাকা জমা দেওয়ার পর একটি চালান সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন, ওই চালানই আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই কলকাতা পুলিশে মিলতে পারে চাকরির সুযোগ]

নিয়োগের পদ্ধতি:
আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ লিখিত পরীক্ষায় পাশ করলে কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে৷ তাতে সফল হলেই মিলবে চাকরি৷
বেতন:
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিযুক্ত প্রার্থীরা গ্রেড পে অনুযায়ী বেতন পাবেন৷

বিঃ দ্রঃ- কবে, কোথায় পরীক্ষা হবে তা জানার জন্য আবেদনকারীদের অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটে নজর রাখতে হবে৷ 

The post স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement