সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইডির (ED) নজরে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ইডি দপ্তরে হাজির হন জয়শ্রী (Jayasree Ghosh)।
শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে কুন্তল ঘোষকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই নতুন নতুন চরিত্রের সন্ধান পাচ্ছেন তদন্তকারীরা। বিভিন্ন ব্যক্তিতে প্রচুর টাকা দিয়েছেন কুন্তল। উঠে এসেছে টলিউড যোগ। সম্পত্তির নথি যাচাইয়েই সময়ই দেখা গিয়েছে, একাধিক ক্ষেত্রে কুন্তলের সম্পত্তির দ্বিতীয় নাম তাঁর স্ত্রী অর্থাৎ জয়শ্রীর। সেই নথির সূত্র ধরেই এবার কুন্তলের স্ত্রীকে তলব করল ইডি। গতকাল সন্ধেয় নোটিস পাঠিয়ে জয়শ্রী দেবীকে বেশ কিছু নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
[আরও পড়ুন: নেতাজি প্রবন্ধ রচনায় তথ্যে ভুল! উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে বিতর্ক]
নোটিস পেয়ে বুধবারই সিজিও কমপ্লেক্সে হাজির হলেন জয়শ্রী ঘোষ। এদিন ইডি দপ্তরে প্রবেশের সময় সংবাদ মাধ্যমের তরফে একাধিক প্রশ্ন করা হলেও মুখ খোলেননি জয়শ্রী। জানা গিয়েছে, তদন্তকারীরা মূলত জয়শ্রী দেবীর আয় ও তাঁর সম্পত্তির উৎস সম্পর্কে জানতে চাইবেন। তিনি যথাযথভাবে তা দেখাতে পারবেন কি না, সেটাই এখন প্রশ্ন। প্রসঙ্গত, এর আগে কুন্তলের ফ্ল্যাটে তল্লাশির দিনেও তাঁর স্ত্রীকে ইডির প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির নেপথ্যে কুন্তলের একটা বড় ভূমিকা ছিল বলেই মনে করছে ইডি। সম্প্রতি ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন যে, কুন্তলই মাস্টার মাইন্ড। এখনও নাকি সম্পত্তি পাচারের ছক কষছেন কুন্তল।