shono
Advertisement

সাড়ে ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, স্নাতক হলেই মিলতে পারে সুযোগ

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
Posted: 06:27 PM Nov 23, 2020Updated: 06:27 PM Nov 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কর্মপ্রার্থীদের সুখবর শোনাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)। কারণ, অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গোটা দেশে মোট ৮ হাজার ৫০০ পদে কর্মী নিয়োগ করা হবে। তবে বাংলায় শূন্যপদে ৪৮০টি। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

আবেদনের শর্ত:
১. আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে।
২. আবেদনকারী যে রাজ্যের জন্য আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
৩১ অক্টোবর, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই পদে নিযুক্তরা প্রথম বছর প্রতি মাসে ১৫ হাজার টাকা, দ্বিতীয় বছর ১৬ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় বছর ১৯ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেও মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

আবেদনের পদ্ধতি:
https://nsdcindia.org/apprenticeship অথবা https://apprenticeshipindia.org অথবা //bfsissc.com অথবা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers এই ওয়েবসাইটগুলির মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের জন্য সাধারণ বা জেনারেল প্রার্থীদের ব্যাংকে ৩০০ টাকা ফি জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের কোনও ফি জমা দিতে হবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
অনলাইনে পরীক্ষা এবং স্থানীয় ভাষা জ্ঞান সম্পর্কিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। অনলাইনে পরীক্ষা নেওয়া হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। তবে চূড়ান্ত দিনক্ষণ জানার জন্য প্রার্থীকে অবশ্যই https://nsdcindia.org/apprenticeship অথবা https://apprenticeshipindia.org অথবা //bfsissc.com অথবা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: দেশসেবা করতে চান? উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সেনাবাহিনীতে চাকরির সুযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement