রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রবিবার শহিদ দিবসের সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী অভিযোগ করেছিলেন যে, ২ কোটি টাকা এবং একটা পেট্রল পাম্পের লোভ দেখিয়ে তৃণমূল বিধায়কদের দলে টানছে বিজেপি৷ এবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যেরই উত্তর দিলেন রাজ্য বিজেপি সভাপতি৷ এবার মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শানালেন দিলীপ ঘোষ৷ জানালেন, ‘‘রাস্তায় দাঁড়িয়ে থাকলেও তৃণমূল বিধায়কদের কেউ ২ কোটি টাকা দেবে না৷ মমতারও এত দাম নয়৷’’
[ আরও পড়ুন: ‘২১ জুলাই বিশ্ব ডিম্ভাত দিবস’, তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ দিলীপের ]
এখানেই শেষ নয়, কটাক্ষের সুরে বিজেপির রাজ্য সভাপতি জানান, এবারের শহিদ দিবস তৃণমূলের মেগা ফ্লপ শো। ২৬ বছরে সবচেয়ে কম লোক এবার হয়েছে। মমতার সভার আগে সাধারণ মানুষ চিড়িয়াখানা চলে যাচ্ছেন৷ লোক যাতে না পালিয়ে যায়, তাই পুলিশ দিয়ে ঘিরে রাখতে হচ্ছে। এদিনের জনসভায় দিলীপ ঘোষকে ‘চুনো মাছ’ ও ‘গামছাবাবু’ বলে যে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী, তারও উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ৷ জানান, ‘‘লোকসভা নির্বাচনেই প্রমাণ মিলেছে৷ আমরা যদি এতই নগণ্য হই তাহলে ৫০ মিনিটের ভাষণে চল্লিশ মিনিট আমাদের নিয়ে ব্যস্ত রইলেন কেন৷’’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই কাটমানি ইস্যুতে উত্তপ্ত রাজ্য৷ প্রকাশ্যে শাসকদলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলছেন সাধারণ মানুষ থেকে দলেরই একাংশ৷ এই ইস্যুতে তৃণমূলকে বিঁধেছে বিরোধীরাও৷ এদিন সেই কাটমানিরই পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিজেপির বিরুদ্ধে উজ্জ্বলা যোজনায় ব্ল্যাকমানি তোলার অভিযোগ করেন তিনি৷ কেন্দ্রের বিরুদ্ধে রাফালে ইস্যুও উসকে দেন তিনি৷ পরবর্তীকালে আন্দোলনেরও দাক দেন৷ এদিন মুখ্যমন্ত্রীর সেই সমস্ত অভিযোগের উত্তর দেন দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘আইন-কানুন তো ওনার হাতে রয়েছে৷ ব্যবস্থা নিক৷ তৃণমূল আজকে আর আন্দোলনে যাওয়ার মতো জায়গায় নেই৷ উনি আমাদের বিরুদ্ধে আন্দোলনে যাক, কোনও ভয় নেই৷ কালো টাকাই হোক বা কাটমানি যে নিয়েছে তাঁকে ফেরত দিতে হবে৷’’
[ আরও পড়ুন: বুকের পাটা থাকলে ব্যালটে ভোট করান, তৃণমূল ২৫০ আসন জিতবে: অভিষেক ]
The post ‘মমতারও দাম ২ কোটি নয়’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের appeared first on Sangbad Pratidin.