shono
Advertisement

‘ট্রাম্পের পুরুষাঙ্গটি ঠিক যেন ব্যাঙের ছাতা’, এ কী বললেন পর্নস্টার!

'আমার দু'টি স্তনের দিকে তাকিয়ে রীতিমতো লালা ঝড়ছিল তাঁর মুখ থেকে৷' The post ‘ট্রাম্পের পুরুষাঙ্গটি ঠিক যেন ব্যাঙের ছাতা’, এ কী বললেন পর্নস্টার! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Sep 19, 2018Updated: 02:29 PM Sep 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাভ, সেক্স অউর ধোকা৷ রিল নয়, ঘটনা রিয়েল লাইফের৷ ভিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ একটি বইয়ে তুলে ধরা হয়েছে ‘অরেঞ্জ হেড’ ট্রাম্পের ‘অন্দরমহলের’ কীর্তি থুড়ি কুকীর্তির কথা৷ বইটির পাতায়-পাতায় রয়েছে উদ্দাম যৌনতা, সুদৃশ্য কামরার ভিতর জ্বলে ওঠা কামনা-বাসনার আগুন৷ বইটির লেখিকা পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস৷ ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন এই লাস্যময়ী৷

Advertisement

[বিধোরীদের ভরসা নেই, তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনল কেন্দ্র]

কয়েকদিন আগেই ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে ‘ফুল ডিসক্লোজার’ নামের একটি আত্মজীবনী প্রকাশ করেন স্টর্মি ড্যানিয়েলস৷ বইটির পাতায় ট্রাম্পের সঙ্গে তাঁর অভিসার ও মার্কিন রাষ্ট্রপতির মিথ্যাচারের কথা তুলে ধরেন ওই পর্ন তারকা৷ ‘দ্য গার্ডিয়ান’-এর মতে, বইটিতে স্টর্মি দাবি করেছেন, তিনি স্বপ্নেও ভাবেননি ট্রাম্প প্রেসিডেন্ট পদে আগ্রহী৷ ২০০৬ সাল থেকেই একাধিকবার ট্রাম্পের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তিনি৷ কখনও বিলাসবহুল হোটেলে, কখনও ট্রাম্পের পেন্ট হাউসে৷ রাতের পর রাত কাটিয়েছেন তাঁরা৷ তবে প্রেসিডেন্ট পদের লড়াইয়ের কথা জানতেন না ড্যানিয়েলস৷ ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার আগেই বইটি লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ কিন্তু প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে যেতেই তাঁর মনে হয়েছিল এবার বিপদ আসছে৷ তাঁর আশঙ্কা সত্যি করেই যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য তাঁকে টাকার টোপ দেওয়া হয়৷       

বইটিতে এক জায়গায় ট্রাম্পের সঙ্গে অভিসারের বর্ণনা দিয়েছেন স্টর্মি৷ তিনি লিখেছেন, “আমাকে বিছানায় উলঙ্গ করেন ট্রাম্প৷ তারপর একে একে নিজের জামা-কাপড় খুলে ফেলেন৷ আমার দু’টি স্তনের দিকে তাকিয়ে রীতিমতো লালা ঝড়ছিল তাঁর মুখ থেকে৷ আমার স্তনে মুখ দেন তিনি৷ আমার মনে হয়েছিল এ কী করছি আমি৷ এমন একজন লোকের সঙ্গে সঙ্গম করছি আমি৷ ট্রাম্পের পুরুষাঙ্গটি দেখতে অদ্ভুত ছিল৷ ঠিক যেন ব্যাঙের ছাতা৷ আকারে তা অনেকটাই ছোট৷ তবে সেটির ব্যবহার ভাল করেই জানেন ট্রাম্প৷ স্টর্মির আরও অভিযোগ, একটি রিয়ালিটি শোয়ে তাঁকে জালিয়াতি করে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ট্রাম্প৷ সব মিলিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য রয়েছে ওই লাস্যময়ীর আত্মজীবনীতে৷ ইতিমধ্যে সমস্ত অভিযোগ সাজানো বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস৷ স্বাভাবিকভাবেই ক্লিন্টন-লেউইনস্কি কেলেঙ্কারির পুনরাবৃত্তি চায় না মার্কিন প্রশাসন৷

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস৷ দীর্ঘ অভিযোগ পালটা অভিযোগের পর ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন তিনি৷ সেই মামলা এখনও চলছে৷ ২০০৬ সালে এক গল্ফ ইভেন্টে স্টেফানি ক্লিফোর্ডের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ হয়। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন ট্রাম্প। সেই সময় একটি ফিল্মে স্ট্রমি ড্যানিয়েলস নামের চরিত্রে অভিনয় করছিলেন ক্লিফোর্ড। এর ঠিক একবছর পরেই মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, ট্রাম্পের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের বিষয়টি নিয়ে ক্লিফোর্ড প্রথম মুখ খোলেন ২০১৬-তে। পরিস্থিতি বিবেচনা করে ক্লিফোর্ডের সঙ্গে চুক্তিতে যায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মিখায়েল কোহেন। মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয় ওই পর্নস্টারকে।     

                    [পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে চুরি, অবশেষে জালে ‘স্পাইডারম্যান’]                                 

The post ‘ট্রাম্পের পুরুষাঙ্গটি ঠিক যেন ব্যাঙের ছাতা’, এ কী বললেন পর্নস্টার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার