shono
Advertisement

সঙ্গমের জন্য মিলছে ‘ভাড়ার পুরুষ’, নিকাহ হালালায় চূড়ান্ত হেনস্তায় মুসলিম মহিলারা

তালাকের কোপ থেকে বাঁচতে অচেনা পুরুষের সঙ্গে সঙ্গমে বাধ্য হচ্ছেন এঁরা৷ The post সঙ্গমের জন্য মিলছে ‘ভাড়ার পুরুষ’, নিকাহ হালালায় চূড়ান্ত হেনস্তায় মুসলিম মহিলারা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:06 AM Apr 06, 2017Updated: 02:27 PM Dec 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক প্রথা রদ নিয়ে এই মুহূর্তে গোটা দেশেই ঘুরছে নানা মত৷ মুসলিম রমণীদের অধিকার রক্ষায় এ প্রথা বন্ধের আবেদন তুলেছেন অনেকে৷ একই মত কয়েক লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষের৷ যদিও কিছু মুসলিম সংগঠন এখনও মনে করছে, এ প্রথা রদ হলে ক্ষুণ্ম হবে ইসলাম ধর্ম৷ আর এ সবের মধ্যেই গোপনে বেড়ে চলেছে নিকাহ হালালা৷ আর তার জন্য পুরুষ ভাড়া মিলছে সোশ্যাল মিডিয়াতেই৷

Advertisement

বাঁদরদের সঙ্গে থেকে মানুষের ভাষাই বোঝে না রক্তমাংসের ‘টারজান’ ]

তালাক পাওয়ারও পরও যদি মুসলিম মহিলাদের প্রাক্তন স্বামীর কাছে ফিরতে হয় তবে দ্বারস্থ হতে হবে এই নিকাহ হালালা প্রথার৷ অন্য কোনও পুরুষকে আর বিয়ে করতে হয় তালাকপ্রাপ্ত রমণীকে৷ তাঁর সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই কাটাতে হয়৷ এবার এই দ্বিতীয় ব্যক্তি তালাক দেন তাঁর পত্নীকে৷ তখন মহিলাটি আবার তাঁর প্রথম স্বামীকে নিকাহ করতে পারেন৷ এ প্রথা মুসলিম সমাজে বহুল প্রচলিত৷ তালাকের কুফল যাতে জীবনভর সহ্য না করতে হয়, সে কারণে অনেক মহিলাই এ প্রথা মেনে নেন৷ অচেনা পুরুষের স্ত্রী হয়ে যান কিছুদিনের জন্য৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে ব্যবসা চলছে৷ সম্প্রতি ফেসবুকে এ ধরনের বিজ্ঞাপন নজরে আসে৷ এরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক সাংবাদিক মুসলিম রমণী সেজে ওই চক্রের অন্দরের তথ্য বের করে আনে৷ জানা যাচ্ছে,  মোটা টাকার বিনিময়ে পুরুষ মেলে, যারা তালাকপ্রাপ্ত মুসলিম রমণীকে বিয়ে করে৷ তাঁর সঙ্গে সহবাস করে৷ পরে ফের তাকে তালাক দেয়৷ এভাবেই সম্পন্ন হয় নিকাহ হালালা৷

পাবলিক টয়লেটে সমানাধিকার পাবেন তৃতীয় লিঙ্গের মানুষ, জানাল কেন্দ্র ]

পরে অভিযুক্ত ব্যক্তি পরে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, এটা নিছক একটি সামাজিক পরীক্ষা ছিল মাত্র৷ যদিও তালাক পাওয়া মুসলিম রমণীরা বলছেন নিকাহ হালালার কবলে পড়ে রীতিমতো হেনস্তার শিকার হতে হয় তাঁদের৷ অনেক সময় মসজিদের মধ্যেই ইমাম বা অন্য ব্যক্তিদের সঙ্গে সহবাস করতে হয়৷ তবে একবারেই তা শেষ হয় না৷ দীর্ঘদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়৷ আদতে ভোগ্যবস্তুতে পরিণত হন মুসলিম মহিলারা৷ আর এই পরিস্থিতি থেকে তাঁদের বাঁচাতেই সোশ্যাল মিডিয়ায় ফুলেফেঁপে উঠেছে পুরুষ ভাড়া দেওয়ার ব্যবসা৷

খেলার মাঠে পাক জাতীয় সংগীত গেয়ে আটক ১১ কাশ্মীরি ক্রিকেটার ]

লন্ডনের শরিয়ত কাউন্সিল ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, নিকাহ হালালা অত্যন্ত নিন্দনীয় একটি প্রথা৷ নিষিদ্ধও বটে৷ এর নিন্দার কোনও ভাষা নেই৷

The post সঙ্গমের জন্য মিলছে ‘ভাড়ার পুরুষ’, নিকাহ হালালায় চূড়ান্ত হেনস্তায় মুসলিম মহিলারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার